চিকিৎসায় নোবেল পেলেন লেবাননের সেই বিজ্ঞানী

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-04 18:38:43
চিকিৎসায় নোবেল পেলেন লেবাননের সেই বিজ্ঞানী

আরডাম প্যাটাপুটিয়ান

চিকিৎসাবিদ্যায় চলতি বছর নোবেল পুরস্কার পাওয়া দু’জনের মধ্যে একজন লেবাননের বিজ্ঞানী আরডাম প্যাটাপুটিয়ান। অপরজন হলেন ডেভিড জুলিয়াস।

তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য যুক্তরাষ্ট্রে থাকা এ দুজনকে চিকিৎসা বিজ্ঞানে এ বছরের নোবেল দেওয়া হয়।

এটিই চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে সর্বজনস্বীকৃত।

বিজ্ঞানী আরডাম প্যাটাপুটিয়ান চাপ-সংবেদনশীল কোষ ব্যবহার করে এক নতুন ধরনের সেন্সর আবিষ্কার করেন। এটি আমাদের চামড়া ও অন্যান্য অঙ্গে চাপ দেওয়া হলে তা বুঝতে পারে।

এই সেন্সর বা রিসেপ্টরের নাম Piezo2৷ এটি কাজ করে স্পর্শানুভূতি তৈরিতে। এছাড়া শ্বাসপ্রশ্বাস, রক্তচাপ, এমনকি হাড়ের পুনর্গঠনেও রয়েছে এর ভূমিকা। তার গবেষণা সহযোগী ছিলেন পাকিস্তানের বিজ্ঞানী রুহমা সাইয়্যেদা।

চিকিৎসা বিজ্ঞানী আরডাম ১৯৬৭ সালে লেবাননের বৈরুতে জন্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার হাওয়ার্ড হিউস মেডিকেল ইনস্টিটিউটের অধ্যাপক কর্মরত।


আরও দেখুন: