ডেল্টায় সবচেয়ে ঝুঁকিতে গর্ভবতীরা

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-03 17:38:52
ডেল্টায় সবচেয়ে ঝুঁকিতে গর্ভবতীরা

করোনার ভারতীয় ডেল্টা ধরন টিকার আওতায় আসেনি এমন গর্ভবতীদের ঝুঁকি বাড়াচ্ছে।

করোনার ভারতীয় ডেল্টা ধরন টিকার আওতায় আসেনি এমন গর্ভবতীদের ঝুঁকি বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন একটি গবেষণায় এ তথ্য এসেছে বলে খবর দিয়েছে রয়টার্স।

করোনা আক্রান্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের ডালাস শহরে ১ হাজার ৫১৫ গর্ভবতীর ওপর এ গবেষণা করা হয়। ২০২০ সালের মে থেকে চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ গবেষণা করা হয়। গড়ে আক্রান্ত ৮১ গর্ভবতীর ৮০ জনই টিকা নেননি। এদের প্রতি জন গুরুতর অসুস্থ হন এবং ভেন্টিলেটর প্রয়োজন হয়েছিল। আর দুজনের মৃত্যু হয়। সম্প্রতি আমেরিকান জার্নাল অব অবস্টেরিক্স অ্যান্ড গাইনোকোলজিতে এটি প্রকাশিত হয়েছে।

গবেষণায় বলা হয়, গর্ভবতীদের মধ্যে করোনা আক্রান্তদের গুরুতর অসুস্থতা ও জটিলতা চলতি বছরের শুরু পর্যন্ত ৫ শতাংশ ছিল। তবে ডেল্টা ধরনের প্রভাবে ফেব্রুয়ারি-মার্চে তা হঠাৎ ১০ থেকে ১৫ শতাংশ হয়ে যায়।

ইউনিভার্সিটি অব টেক্সাস সাউথওয়েস্টার্ন মেডিকেল সেন্টারের গবেষণা প্রধান এমিলি অধিকারী বলেন, ‘করোনায় শ্বাসযন্ত্রের প্রদাহের কারণে গর্ভবতীরা বেশি ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। এজন্য যত দ্রুত সম্ভব, গর্ভবতীদের টিকার আওতায় আনা প্রয়োজন।’

গর্ভবতী, স্তন্যদানকারী অথবা যারা ভবিষ্যতে সন্তান নিতে আগ্রহী, তাদের টিকাদানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।


আরও দেখুন: