দেশের প্রবীণদের ৮০ শতাংশই অসংক্রামক রোগে আক্রান্ত

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-02 12:36:31
দেশের প্রবীণদের ৮০ শতাংশই অসংক্রামক রোগে আক্রান্ত

প্রবীণদের প্রতি দুজনের মধ্যে একজন যেকোনো একটি অসংক্রামক রোগে আক্রান্ত।

দেশের প্রবীণদের (৬০ বছর বা তদূর্ধ্ব) ৮০ শতাংশই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া) ও বিষণ্নতার মতো অসংক্রামক রোগে ভুগছেন।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত শুক্রবার এক ওয়েবিনারে আইসিডিডিআর,বি বিজ্ঞানী ও ইনিশিয়েটিভ ফর ননকমিউনিকেবল ডিজিজেসের প্রধান আলিয়া নাহিদ এ সংক্রান্ত গবেষণার ফলাফল উপস্থাপন করেন।

দেশব্যাপী ২ হাজার ৭৮৫ জন প্রবীণ ব্যক্তির কাছ থেকে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেশের প্রবীণ জনগোষ্ঠীর মধ্যে একাধিক অসংক্রামক রোগে আক্রান্তের এ চিত্র পাওয়া যায়।

এতে দেখা গেছে, প্রবীণদের প্রতি দুজনের মধ্যে একজন যেকোনো একটি অসংক্রামক রোগে আক্রান্ত। এ ছাড়া প্রবীণ পুরুষদের (৩৭%) তুলনায় প্রবীণ নারীদের (৫৪%) অসংক্রামক রোগে আক্রান্তের হার অনেক বেশি।

গবেষণায় দেখা গেছে, গত ৬ মাসে প্রবীণ ব্যক্তিরা প্রতি তিনজনের একজন (৩৫%) নিকটস্থ ওষুধ বিক্রেতার কাছে গেছেন চিকিৎসাসেবার জন্য, ৩৬ শতাংশ গেছেন বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে, আর ১৭ শতাংশ সেবা নিয়েছেন সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে।

প্রবীণদের সর্বশেষ ছয় মাসের স্বাস্থ্যসেবার গড় খরচ ছিল ২ হাজার ৪২৯ টাকা। এই প্রবীণদের ৩০ শতাংশ এখনো নিজেরা আয় করেন, যা থেকে তারা চিকিৎসার খরচ চালান।

গবেষণার এই চিত্র উদ্বেগজনক জানিয়ে আলিয়া নাহিদ বলেন, ‘প্রবীণদের স্বাস্থ্যসেবা সুবিধাকে তাদেরও দোরগোড়ায় নেওয়া উচিত এবং সামাজিক সুরক্ষার পাশাপাশি প্রবীণদের জন্য স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করতে হবে।’


আরও দেখুন: