করোনা চিকিৎসায় আরেকটি ওষুধের অনুমোদন জাপানের

অনলাইন ডেস্ক
2021-09-28 21:52:42
করোনা চিকিৎসায় আরেকটি ওষুধের অনুমোদন জাপানের

গ্লাস্কোস্মিথক্লাইনের জাপান শাখা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদনের তিন সপ্তাহ পর সোমবার এই অনুমোদন দেওয়া হয়।

করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃদু সংক্রমিতদের অ্যান্টিবডি চিকিৎসায় গ্লাক্সোস্মিথক্লাইন ও ভির বায়োটেকনোলজি’র তৈরি ‘সট্রোভিমাব (Sotrovimab)’ এর অনুমোদন দিয়েছে জাপান।

মৃদু সংক্রমিতদের অ্যান্টিবডি চিকিৎসায় এ নিয়ে দ্বিতীয় ওষুধের অনুমোদন দিয়েছে দেশটি। খবর: জাপান টাইমস।

এক ডোজের ‘সট্রোভিমাব’ শিরায় প্রয়োগ করা হয়। করোনা চিকিৎসায় এখন পর্যন্ত পাঁচটি ওষুধের অনুমোদ দিয়েছে জাপান।

এই ওষুধটি ১ হাজার ৫৭ জনের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। দেখা গেছে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এবং ২৪ ঘণ্টার বেশি হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৭৯ ভাগ কমিয়েছে ‘সট্রোভিমাব’।

গ্লাক্সোস্মিথক্লাইনের জাপান শাখা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদনের তিন সপ্তাহ পর সোমবার এই অনুমোদন দেওয়া হয়।

আবেদনে বলা হয়, করোনায় হালকা থেকে মাঝারী সংক্রমিতদের, যাদের অক্সিজেনের প্রয়োজন নেই, তাদের অবস্থার আরও অবনতি ঠেকাতে কাজ করে ‘সট্রোভিমাব’।

গত মে মাসে যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের জন্য এটি অনুমোদন পেয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও ওষুধটি ব্যবহারের জন্য সাময়িক অনুমোদন পেয়েছে।


আরও দেখুন: