বুস্টার ডোজ নিলেন বাইডেন
বাইডেন করোনার ডেল্টা ধরন প্রতিরোধে আমেরিকানদের টিকা নেয়ার আহ্বান জানান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনা থেকে সুরক্ষার জন্য তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) তার সাথে স্ত্রী ও ফার্স্ট লেডি জিল বাইডেনও বুস্টার ডোজ নেন বলে খবর দিয়েছে সিএনএন।
বাইডেন করোনার ডেল্টা ধরন প্রতিরোধে আমেরিকানদের টিকা নেয়ার আহ্বান জানান। অন্যদের টিকা সরবরাহের আগে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বুস্টার ডোজ দেয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ ( ডব্লিউএইচও) বিশেষজ্ঞদের সমালোচনা প্রত্যাখ্যান করেন।
বাইডেন বলেন, ‘বিশ্বে অন্যান্য দেশের তুলনায় আমরা বেশি কাজ করছি। আমরা জানি মহামারী কতটা ভয়াবহ! আমাদের জীবন নিরাপদ রাখতে হবে। আমাদের শিশুদের জীবন নিরাপদ রাখতে হবে।’
তিনি বলেন, ‘টিকা বিনামূল্যে দেয়া হচ্ছে এবং খুবই সহজলভ্য। এটি আমাদের জীবন বাঁচাবে এবং আশপাশের সবাইকেও নিরাপদে রাখবে।’
যুক্তরাষ্ট্র নাগরিকদের সবশেষ টিকা নেয়ার ছয় মাস পর বুস্টার ডোজে উৎসাহিত করছে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) গত সপ্তাহে ৬৫ বছরের বেশি বয়স, সম্মুখসারির যোদ্ধা ও উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য ফাইজারের বুস্টার ডোজ অনুমোদন দেয়।
বাইডেন ফাইজারের দুটি ডোজ নিয়েছিলেন। সে হিসেবে বুস্টার ডোজ হিসেবেও তিনি ফাইজারের টিকাই নিয়েছেন।
সিডিসির তথ্যমতে, দেশটির ১৮ কোটি ৩০ লাখ মানুষ টিকা নিয়েছেন, যা মোট জনসংখ্যার ৬৫ শতাংশ।