হার্ড ইমিউনিটি ৮০ ভাগ হলে সাধারণ ফ্লু হয়ে যাবে করোনা

অনলাইন ডেস্ক
2021-09-26 21:55:38
হার্ড ইমিউনিটি ৮০ ভাগ হলে সাধারণ ফ্লু হয়ে যাবে করোনা

হার্ড ইমিউনিটি নির্ভর করে টিকাদানের হারের ওপর। এর সঙ্গে সচেতনতা ও অন্যান্য সক্রিয়তা যুক্ত।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী থেকে মুক্তির পথ হিসেবে হার্ড ইমিউনিটির কথা বলা হচ্ছে। এর মাধ্যমে করোনাভাইরাসকে সিজনাল ফ্লু তথা সাধারণ সর্দি-জ্বরে পরিণত করা সম্ভব। তবে বিষয়টা এত সহজে অর্জন সম্ভব নয়।

রাশিয়ান সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজির ডেপুটি ডিরেক্টর আলেকজান্দ্রার গরেলভ এমনটাই বার্তা দিলেন।

এ বিজ্ঞানীর বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানায়, হার্ড ইমিউনিটির মাধ্যমে করোনাকে সিজনাল ফ্লুতে পরিণত করা সম্ভব। এ জন্য কোনো দেশের হার্ড ইমিউনিটির মাত্রা হতে হবে ৮০ শতাংশ।

এই হিসাবে মোট জনসংখ্যার ৮০ ভাগের শরীরে করোনার অ্যান্টিবডি তথা প্রতিরোধক্ষমতা থাকতে হবে যা অর্জন এতটা সহজ নয়।

গরেলভ বলেন, এটা স্পষ্ট পূর্বাভাস দেওয়া যায় যে, করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটির মাত্রা ৮০ শতাংশ পর্যন্ত হলে এটি সিজনাল ফ্লুতে পরিণত হবে। এর সঙ্গে দুটি বিষয় জড়িত- ভ্যাকসিন পরবর্তী অবস্থা ও প্রাকৃতিক পরিবেশ।

তিনি আরও বলেন, এর আগে বলা হয়েছিল ৬০ শতাংশ হার্ড ইমিউনিটি হলেই করোনা সিজনাল ফ্লুতে পরিণত হবে। কিন্তু দুঃখজনকভাবে সময়ের সঙ্গে সারা বিশ্বে সেই সম্ভাবনা পরিবর্তিত হয়েছে।

বর্তমানে এক-তৃতীয়াংশ রাশিয়ানদের মধ্যে করোনাভাইরাসের প্রতিরোধক্ষমতা রয়েছে।

এই গবেষক বলেন, হার্ড ইমিউনিটি নির্ভর করে টিকাদানের হারের ওপর। এর সঙ্গে সচেতনতা ও অন্যান্য সক্রিয়তা যুক্ত।


আরও দেখুন: