ফ্রান্সে টিকা না নেয়ায় ৩ হাজার স্বাস্থ্যকর্মী বরখাস্ত

অনলাইন ডেস্ক
2021-09-25 15:21:38
ফ্রান্সে টিকা না নেয়ায় ৩ হাজার স্বাস্থ্যকর্মী বরখাস্ত

ফ্রান্সে টিকা না নেয়ায় ৩ হাজার স্বাস্থ্যকর্মী বরখাস্ত

সরকারি নির্দেশনা অমান্য করে টিকা না নেয়ায় ফ্রান্সে তিন হাজার স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হয়েছে। খবর বিবিসির।

তবে এ সিদ্ধান্তের প্রতিবাদে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের নিস শহরের একটি হাসপাতালের ৪৫০ স্বাস্থ্যকর্মী বিক্ষোভ করেছেন। এতে ফ্রান্সের স্বাস্থ্যসেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ওলিভেয়ার ভেরান বলেছেন, কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালের স্বাস্থ্যসেবা স্বাভাবিক করা হয়েছে। বেশিরভাগ স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্তের পর তারা টিকা নিতে সম্মত হয়েছেন। তারা বুঝতে পারছেন, মহামারী নিরসনে টিকা নেয়া একটি বাস্তবতা।

ফ্রান্স সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীদের জন্য টিকা বাধ্যতামূলক করেছে। গত জুলাইয়ে এ-সংক্রান্ত আইনের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব স্বাস্থ্য ও দমকলকর্মীদের অন্তত প্রথম ডোজ টিকা নিতে হবে। অন্যথায় চাকরি ছেড়ে দিতে হবে।

করোনা টিকা নিয়ে শুরুতে ফ্রান্সের নাগরিকদের মধ্যে সন্দেহ কাজ করলেও বর্তমানে প্রাপ্তবয়স্কদের ৯০ শতাংশ অন্তত প্রথম ডোজ টিকা নিয়েছেন। এ ছাড়া দেশটির এখন ১২ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া শুরু করেছে।


আরও দেখুন: