দিল্লিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

অনলাইন ডেস্ক
2021-09-17 18:49:40
দিল্লিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

ভারতের রাজধানী দিল্লিতে ডেঙ্গু রোগী বাড়তে শুরু করেছে

ভারতের রাজধানী দিল্লিতে ডেঙ্গু রোগী বাড়তে শুরু করেছে। চলতি বছর শহরটিতে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন।

গত বছর এ সময়ে রোগীর সংখ্যা ছিলো ১৩১ জন। তাদের মধ্যে এ বছর সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তাহে পাওয়া গেছে ৩৪ ডেঙ্গু রোগী। খবর: টাইমস অব ইন্ডিয়া।

বিশেষজ্ঞরা বলছেন, সামনের কয়েক মাসে বৃষ্টির আরও পূর্বাভাস পাওয়ায় মশার বংশবৃদ্ধির সুযোগ বাড়ছে।

নগর কর্মকর্তাদের দাবি, আক্রান্তের পরিমাণ স্বাভাবিকের চেয়ে ২-৩ গুণ বাড়লেই পরিস্থিতি আশঙ্কাজনক বলে মনে করা হয়।

দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের এক কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের নিকট পর্যাপ্ত মশা নিরোধক ওষুধও রয়েছে।’

তিনি জানান, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে মোট এক হাজার ১৩০ কর্মকর্তা ও এক হাজার তিনশ মাঠ কর্মী কাজ করছেন। সঙ্গে ৫৫০টি ফগিং মেশিন, আটটি ভারি গাড়ি, চারটি পাওয়ার ট্যাঙ্কার, এক হাজার ৭০টি হ্যান্ড পাম্প এবং ৪৬টি মোটর পাম্প ওষুধ ছিটানোর কাজে নিয়েজিত রয়েছে।

পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশন মাসব্যাপী মশা নিধন কার্যক্রম হাতে নিয়েছে। এছাড়া সেখানে চারটি হাসপাতাল চালু করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ায় নতুন গাইডলাইন জারি করা হয়েছে।


আরও দেখুন: