টিকার প্রথম ডোজে মৃত্যুঝুঁকি কমে ৯৬.৬০ ভাগ, দ্বিতীয় ডোজে ৯৭.৫০

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-09 22:25:37
টিকার প্রথম ডোজে মৃত্যুঝুঁকি কমে ৯৬.৬০ ভাগ, দ্বিতীয় ডোজে ৯৭.৫০

টিকার প্রথম ডোজে মৃত্যুঝুঁকি কমে ৯৬.৬০ ভাগ, দ্বিতীয় ডোজে ৯৭.৫০

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার প্রথম ডোজে মৃত্যুঝুঁকি ৯৬.৬০ ভাগ আর দ্বিতীয় ডোজে ৯৭.৫০ ভাগ কমে।

ভারতের কেন্দ্রীয় সরকার এপ্রিল ও আগস্ট মাসের ডেটা বিশ্লেষণে এমন চিত্র পেয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

টিকা মৃত্যু প্রতিরোধ করে জানিয়ে সরকার বলেছে, ‘নতুন ডেটাটি আমাদের দেখায়, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের বেশিরভাগই টিকা গ্রহণ করেনি।’

টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী উপায় বলে মন্তব্য করেছেন কোভিড টাস্কফোর্সের প্রধান ভি.কে. পাল।

তিনি বলেন, ‘এখন টিকা খুবই সহজলভ্য। আমরা মানুষকে টিকা নিতে অনুরোধ করছি। তারা প্রথম ডোজের পরে দ্বিতীয় ডোজ পাবে। এটি কোভিড আক্রান্তদের মৃত্যুঝুঁকি কমায়।’

ভি.কে. পাল বলেন, টিকা গ্রহীতাদের বিরাট সাফল্য অর্জিত হয়েছে। এ ভাইরাসে তারা আক্রান্ত হলেও মৃত্যুর ঝুঁকি নেই বললেই চলে। তাদের সামান্য সংখ্যক হাসপাতালে ভর্তি হয়েছেন।


আরও দেখুন: