বিদেশ থেকে টিকা যতটা আশা করেছিলাম, ততটা পাইনি: পররাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা প্রাপ্তি নিয়ে বিদেশিদের কাছ থেকে যতটা আশা করেছিলেন, ততটা পাননি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।
ড. মোমেন বলেন, টিকার বিষয়ে যতটা আশা করেছিলাম ততটা হয়নি। ধনী দেশগুলো করোনাভাইরাসের অনেক টিকা মজুত করে রেখেছে। এসব টিকার মেয়াদ শেষ হয়ে এলেও তা অন্যদের দিচ্ছে না।
ধনী দেশগুলোকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কখনো কখনো তারা টিকা দিচ্ছে। কিছু একটার বিনিময়ে তারা তা দেয়। এ জন্য তারা পরোক্ষভাবে চাপ দেয়।’
এর আগে দুপুরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের বিপদ হয়ে গিয়েছিল যে, ভারতে এত ব্যাপক হারে করোনা দেখা দিল যে, চুক্তি থাকা সত্ত্বেও তারা ভ্যাকসিন সাপ্লাই দিতে পারছিল না। তারপরেও আমরা পৃথিবীর যেখান থেকে পেরেছি ভ্যাকসিন সংগ্রহ করেছি।’
তিনি বলেন, ‘এখন আর সমস্যা হবে না। আমরা নিয়মিত (ভ্যাকসিন) পাবো এবং আমাদের দেশের মানুষকে আমরা দিতে পারবো।’