সিনোভ্যাকের বুস্টারে ডেল্টার বিরুদ্ধে দ্রুত কমে অ্যান্টিবডি
তৃতীয় তথা বুস্টার ডোজে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে উল্টো দ্রুত অ্যান্টিবডি কমে
চীনের সিনোভ্যাক বায়োটেকের করোনার টিকার তৃতীয় তথা বুস্টার ডোজে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে উল্টো দ্রুত অ্যান্টিবডি কমে।
ছোট আকারে করা একটি গবেষণার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে চিকিৎসা সংক্রান্ত তথ্য ও শিক্ষা বিষয়ক ওয়েবসাইট মেডস্কেপ।
ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে চীনা এই ভ্যাকসিনের কার্যকারিতা হ্রাস পাচ্ছে এমন উদ্বেগের মধ্যে এমন তথ্য উঠে এসেছে। ডেল্টা এখন বিশ্বে সবচেয়ে দাপুটে ভ্যারিয়েন্ট এমনকি সবচেয়ে বেশি টিকা দেওয়া দেশগুলোতেও এটি দ্রুত ছড়িয়ে পড়ছে।
সিনোভ্যাকের টিকার ওপর নির্ভরশীল অনেক দেশ ইতোমধ্যে দুই ডোজ টিকা দেওয়ার পর নতুন করে বুস্টার ডোজ দেওয়ার কথা চিন্তা করছে।
প্রকাশিত গবেষণায় দেখা যায়, দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের থেকে ছয় মাস পর নেওয়া নমুনায় ডেল্টা বিরুদ্ধে অ্যান্টিবডি নিষ্ক্রিয়করণের মতো প্রক্রিয়া শনাক্ত হয়নি।
তবে চীনের সায়েন্স অ্যাকাডেমি, ফুরান ইউনিভার্সটি, সিনোভ্যাক এবং অন্যান্য প্রতিষ্ঠান গবেষণা প্রতিবেদনে বলেছে, দ্বিতীয় ডোজ নেওয়ার চার সপ্তাহের তুলনায় তৃতীয় তথা বুস্টার ডোজ দেওয়ার চার সপ্তাহ পরে ডেল্টার বিরুদ্ধে আড়াইগুণ বেশি অ্যান্টিবডি কার্যকরিতা নিষ্ক্রিয় হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি মাসের শেষের দিকে সিনোফার্ম এবং সিনোভ্যাকের ১০ কোটি টিকা সরবরাহ করার পরিকল্পনা করেছে যার অধিকাংশ দেওয়ার কথা আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে।
কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতার যথেষ্ট তথ্য না থাকার অভিযোগে ইতোমধ্যে কিছু দেশ এই ভ্যাকসিন গ্রহণ প্রত্যাখ্যান করেছে।
তবে কোম্পানিটির তথ্য অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ চীনসহ সারা বিশ্বে সিনোভ্যাকের প্রায় ১৮০ কোটি ডোজ টিকা সরবরাহ করা হয়েছে।