এরিকসেনের জীবন বাঁচানো চিকিৎসক দলকে পুরস্কার

ডক্টর টিভি রিপোর্ট
2021-08-28 17:20:10
এরিকসেনের জীবন বাঁচানো চিকিৎসক দলকে পুরস্কার

এরিকসেনের জীবন বাঁচানো চিকিৎসক দলকে পুরস্কার

ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেনের জীবন বাঁচানো ডেনমার্কের অধিনায়ক সিমন কায়ের ও তাদের চিকিৎসক দলকে উয়েফা প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) তুরস্কের ইস্তানবুলে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়।

গত ১২ জুন এরিকসেন ইউরোতে ফিনল্যান্ডের বিপক্ষে ডেনমার্কের প্রথম ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মাঠেই অজ্ঞান হয়ে পড়লে, প্রথম চোখ পড়ে ডেনমার্কের অধিনায়ক সিমন কায়েরের। সঙ্গে সঙ্গে তিনি মেডিকেল টিমকে ডাক দেন। চিকিৎসকদের সহায়তায় এরিকসেন জীবন ফিরে পেয়ে মাঠ ত্যাগ করেন। পরে এই ম্যাচটি এরিকসেনের সম্মানার্থে আর হয় না।

এরিকসেনের জীবন বাঁচানো অধিনায়ক কায়ের ও ডেনিশ চিকিৎসক দলের প্রতি শ্রদ্ধা জানান উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন।

প্রেসিডেন্ট বলেন, ‘তারা আমাদের দেখিয়েছে সবকিছুর ওপরে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ। তারা এই অ্যাওয়ার্ডের থেকেও বেশি কিছু পাওয়ার দাবি রাখে।’


আরও দেখুন: