চিকিৎসক-নার্সদের জমি দেওয়ার ঘোষণা মমতার

অনলাইন ডেস্ক
2021-08-27 18:57:42
চিকিৎসক-নার্সদের জমি দেওয়ার ঘোষণা মমতার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিকিৎসক ও নার্সদের সন্তোষজনক কাজের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে জমি দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে মাসে দু’দিনের বৈঠক শেষে বৃহস্পতিবার কলকাতার শেঠ সুখলাল কর্ণনী মেমোরিয়াল (এসএসকেএম) হাসপাতালে একথা বলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘চিকিৎসক, নার্সদের জন্য বিনামূল্যে জমি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। ১০ একর জমিতে কোয়ার্টার তৈরি করতে পারবেন চিকিৎসক-নার্সরা। প্র্যাকটিশনার নার্স হিসেবে অভিজ্ঞ নার্সদের পদোন্নতি দেওয়া হবে।’

মমতা আরও বলেন, ‘১০ একর জমির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের বলেছি। জমি বিনা পয়সায় দেওয়া হবে ডাক্তার ও নার্সদের। তারা চাইলে হাউজিং তৈরি করে নেবে।’

নার্সদের পদোন্নতি প্রসঙ্গে বলেন, ‘যারা ভাল কাজ করবেন, আমরা ঠিক করেছি, সেই সমস্ত নার্সদের আমরা আরও এক ধাপ পদোন্নতি দেবো। ভাল কাজ করলে এই পদোন্নতি হয়ে নার্সরা হবেন প্র্যাকটিশনার সিস্টার।’


আরও দেখুন: