১০ দিনের লকডাউনে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক
2021-08-20 20:48:22
১০ দিনের লকডাউনে শ্রীলঙ্কা

১০ দিনের লকডাউনে শ্রীলঙ্কা

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ১০ দিনের লকডাউনে শ্রীলঙ্কা। ২০ আগস্ট (শুক্রবার) রাত থেকে শুরু হবে এই লকডাউন, চলবে ৩০ আগস্ট (সোমবার) পর্যন্ত।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলা এক টুইটে জানিয়েছে, লকডাউনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ব্যাংক ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সবক্ষেত্রে লকডাউন কার্যকর হবে।’

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন ও করোনা পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যার পর টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষন দেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৭৯৩ জন এবং মৃতের সংখ্যা ছিল ১৮৭ জন, যা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত শ্রীলঙ্কায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের রেকর্ড।

৩ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কার প্রতিটি হাসপাতাল বর্তমানে উপচে পড়ছে করোনা রোগীদের ভিড়ে।

সংক্রমণ ঊর্ধ্বমূখী হওয়ায় ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, জিম, সুইমিং পুল, বিবাহ অনুষ্ঠান ও সঙ্গীত কনসার্ট বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার। গত সোমবার থেকে রাত্রিকালীন কারফিউও জারি করা হয়েছে।

সূত্র : রয়টার্স


আরও দেখুন: