অন্তঃসত্ত্বা নারীদের টিকা দেওয়ার সুপারিশ সিডিসি’র

অনলাইন ডেস্ক
2021-08-12 17:49:56
অন্তঃসত্ত্বা নারীদের টিকা দেওয়ার সুপারিশ সিডিসি’র

টিকা দেওয়ার সুফলগুলো সম্ভাব্য ও অজানা ঝুঁকির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

অন্তঃসত্ত্বা নারীদের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা দেওয়া উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

স্থানীয় সময় বুধবার মার্কিন সংস্থাটি এ মতামত দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিডিসি জানিয়েছে, তারা নতুন ও পুরনো বিশ্লেষণে অন্তঃসত্ত্বা নারীদের টিকা দানে কোনো নিরাপত্তা হুমকি খুঁজে পাননি।

তাদের মতে, টিকা নেওয়া নারীদের ক্ষেত্রে গর্ভপাতের হার স্বাভাবিক পরিস্থিতিতে গর্ভপাতের হারের সঙ্গে তুলনীয়।

অন্তঃসত্ত্বা নারীরা জরুরি ব্যবহারের জন্যে অনুমোদিত ফাইজার, মডার্না বা জনসন অ্যান্ড জনসনের টিকার যেকোনো একটি নিতে পারবেন বলে জানিয়েছে সিডিসি।

এর আগে সংস্থাটি অন্তঃসত্ত্বা নারীদের টিকা দানের সুপারিশ না করে তাদের চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে বলেছিল।

সিডিসি’র প্রজনন স্বাস্থ্য বিভাগের জরুরি প্রস্তুতি ও ব্যবস্থাপনা দলের প্রধান সাশা এলিংটন বলেন, ‘আমরা চাই নারীরা সুরক্ষিত থাকুক। আমরা কোনো নিরাপত্তা ঝুঁকি দেখতে পাচ্ছি না।’

‘আমরা বলতে পারি টিকা দেওয়ার সুফলগুলো সম্ভাব্য ও অজানা ঝুঁকির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ’ যোগ করেন তিনি।

সিডিসি’র তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের মারাত্মক অসুস্থ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। নির্ধারিত সময়ের আগে সন্তান জন্ম দেওয়ারও ঝুঁকি বাড়ে।


আরও দেখুন: