টিকা না নেওয়াদের ফের সংক্রমিত হওয়ার ঝুঁকি আড়াই গুণ

অনলাইন ডেস্ক
2021-08-08 11:14:48
টিকা না নেওয়াদের ফের সংক্রমিত হওয়ার ঝুঁকি আড়াই গুণ

করোনার আগের ভ্যারিয়েন্টের সংক্রমণে সৃষ্ট অ্যান্টিবডি নতুন ধরনের ওপর সেভাবে কাজ না–ও করতে পারে।

টিকা নেওয়া ব্যক্তিদের তুলনায় টিকা না নেওয়া ব্যক্তিদের করোনাভাইরাসে (কোভিড-১৯) পুনঃসংক্রমিত হওয়ার ঝুঁকি প্রায় আড়াই গুণ বলে এক গবেষণায় উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) এক গবেষণায় এমন ফলাফল পাওয়া গেছে।

স্থানীয় সময় শুক্রবার গবেষণার তথ্য প্রকাশ করে সংস্থাটি বলেছে, টিকার বিষয়ে তারা যে সুপারিশ করেছে, তা এই গবেষণার ফল সমর্থন করে।

সিডিসি’র সুপারিশ হলো, করোনার টিকা নিতে সক্ষম সবাইকেই টিকা দিতে হবে। কোনো ব্যক্তি আগে করোনায় সংক্রমিত হয়ে থাকলেও তাকে টিকা দিতে হবে।

গবেষণাটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যের ২৪৬ জনের ওপর। এই ব্যক্তিরা গত বছর করোনায় সংক্রমিত হওয়ার পর গত মে ও জুন মাসের মধ্যে আবার সংক্রমিত হয়েছিলেন।

নতুন সংক্রমিতদের সঙ্গে টিকা নেওয়া ৪৯২ জন স্বেচ্ছাসেবীর তুলনা করা হয়। আগের ২৪৬ জন প্রথমবার যে সময় করোনায় সংক্রমিত হয়েছিলেন, ওই ৪৯২ জনও প্রায় একই সময়ে সংক্রমিত হয়েছিলেন।

গবেষণায় দেখা গেছে, টিকা না নেওয়া ব্যক্তিদের করোনায় আবার সংক্রমিত হওয়ার ঝুঁকি পূর্ণমাত্রায় টিকা নেওয়া ব্যক্তিদের তুলনায় ২ দশমিক ৩৪ গুণ বেশি।

এতে বলা হয়, করোনার সংক্রমণে প্রাকৃতিকভাবে তৈরি অ্যান্টিবডি কত দিন টেকসই হয়, তা এখনো পুরোপুরি জানা যায়নি। করোনার আগের ভ্যারিয়েন্টের সংক্রমণে সৃষ্ট অ্যান্টিবডি নতুন ধরনের ওপর সেভাবে কাজ না–ও করতে পারে।

গবেষকরা জানান, চীনের উহানে ছড়িয়ে পড়া করোনার মূল ভ্যারিয়েন্টে সংক্রমিত ব্যক্তির রক্তের নমুনায় পাওয়া অ্যান্টিবডি দক্ষিণ আফ্রিকার বেটা ধরনের বিরুদ্ধে কম কার্যকর।


আরও দেখুন: