বিশ্বের ১৩৫টি দেশে ছড়িয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট

অনলাইন ডেস্ক
2021-08-05 21:10:05
বিশ্বের ১৩৫টি দেশে ছড়িয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট

দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্র ফের শীর্ষ অবস্থানে রয়েছে। এর পরেই রয়েছে ভারত, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও ইরান।

করোনাভাইরাসের (কোভিড-১৯) অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বের ১৩৫টি দেশে ছড়িয়ে গেছে। আর এর দাপটে শনাক্ত করোনা রোগীর সংখ্যা পেরিয়ে গেছে ২০ কোটির গণ্ডি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাপ্তাহিক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

বৈশ্বিক সংস্থাটি জানিয়েছে, করোনার ব্রিটিশ আলফা ভ্যারিয়েন্ট ১৮২টি দেশে ছড়িয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়েছে ১৩৫টি দেশে। আর ব্রাজিলিয়ান গামা ভ্যারিয়েন্ট ছড়িয়েছে ৮১টি দেশে।

জুলাইয়ের শেষ এক সপ্তাহ তথা ২৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বিশ্বে মোট ৪০ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে।

ডব্লিউএইচও বলছে, শেষ এক মাস ধরে পৃথিবীর নানা প্রান্তে দ্রুত বাড়তে শুরু করছে সংক্রমণ। ভূমধ্যসাগরের পূর্বে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমের দেশগুলোতে যথাক্রমে ৩৭ শতাংশ ও ৩৩ শতাংশ সংক্রমণ বেড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৯ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

সংস্থাটি বলছে, শেষ সপ্তাহে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৮ শতাংশের কাছাকাছি। শেষ সাত দিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪ হাজার মানুষের।

ভূমধ্যসাগরের পূর্বে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমের অঞ্চলগুলোতে মৃত্যুর হার যথাক্রমে ৪৮ শতাংশ ও ৩১ শতাংশ বেড়েছে।

বিশ্বে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটির বেশি। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখের বেশি।

গত এক সপ্তাহের হিসাবে দেখা গেচ্ছে, দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্র ফের শীর্ষ অবস্থানে রয়েছে। এর পরেই রয়েছে ভারত, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও ইরান।


আরও দেখুন: