নতুন ধরনের আগেই করোনা নিয়ন্ত্রণে আনতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা

অনলাইন ডেস্ক
2021-07-31 15:28:14
নতুন ধরনের আগেই করোনা নিয়ন্ত্রণে আনতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা

আরও ভয়াবহ ধরন আসার আগে পদক্ষেপ নেওয়ার আহ্বান

করোনাভাইরাসের নতুন কোনো ধরন আসার আগেই সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল শুক্রবার ডব্লিউএইচও জানায়, করোনার ডেলটা ধরন একটি সতর্কবার্তা। ডেলটার ধরনের ভয়াবহতা মনে করিয়ে দেয়, সামনে করোনার আরও ভয়াবহ ধরন ছড়িয়ে পড়তে পারে।

মহামারি শুরুর পর থেকে করোনার ধরনগুলোর মধ্যে ডেলটা সবচেয়ে ক্ষতিকর প্রভাব ফেলেছে। এটি আগের যেকোনো ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ পর্যন্ত বিশ্বের ১৩২ দেশে ছড়িয়ে পড়েছে ভারতে প্রথম শনাক্ত হওয়া এ ধরন।

এক সংবাদ সম্মেলনে সংস্থাটির জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান বলেন, ‘ডেলটা একটা সতর্কবার্তা। আরও ভয়াবহ ধরন আসার আগে আমাদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য এটি একটি ইশারাও।’

ডেলটা ধরনের ভয়াবহতা অনেক বেশি হলেও তা নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান ও বারবার হাত ধোয়ার মতো বিষয়গুলো এখনো কার্যকর বলে জানিয়েছেন মাইকেল রায়ান। তিনি বলেন, ‘এই সুরক্ষা ব্যবস্থাগুলো ডেলটা ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে। টিকা নেওয়া থাকলে এগুলো আরও কার্যকর হচ্ছে।’


আরও দেখুন: