ভারতে আগস্টে শুরু হচ্ছে শিশুদের করোনা টিকাদান
মঙ্গলবার বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এমন জানান।
ভারতের আগস্টের মধ্যেই শিশুদের করোনা টিকাদানের কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
মঙ্গলবার বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে তিনি এমনটা জানান। খবর আনন্দবাজার।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আশা করছি, আগামী মাস থেকেই আমরা শিশুদের করোনা টিকাদানের কাজ শুরু করতে পারবো।’
এর আগে দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)’ এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, সেপ্টেম্বর মাসে শিশুদের করোনা টিকা বাজারে আসতে পারে।
প্রথম ভারতীয় কোভিড টিকা কোভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ‘ভারত বায়োটেক’ শিশুদের টিকা তৈরি করছে বলেও জানান তিনি।
গত সপ্তাহে গুলেরিয়া জানিয়েছেন, শিশুদের জন্য তৈরি কোভ্যাক্সিন টিকার পরীক্ষার (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) চূড়ান্ত ফল জানা যেতে পারে সেপ্টেম্বরে।
কোভ্যাক্সিন ছাড়াও অক্সফোর্ড-সেরাম তৈরি শিশুদের ভারতীয় কোভিড-১৯ টিকা নোভাভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালও চলছে দেশটিতে। চলছে ফাইজার-বায়োএনটেক এবং জাইডাস ক্যাডিলার তৈরি শিশুদের টিকার পরীক্ষাও।
সরকারের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টকে জানানো হয়, ২ থেকে ১৭ বছরের শিশু ও কিশোরদের ওপর টিকা পরীক্ষা চলছে। তবে জাইডাস ক্যাডিলার টিকার পরীক্ষার চলছে ১২-১৮ বছর বয়সীদের ওপর।