ভারতে কমছে করোনার প্রকোপ: মৃত্যু ৮১৭

অনলাইন ডেস্ক
2021-06-30 11:38:59
ভারতে কমছে করোনার প্রকোপ: মৃত্যু ৮১৭

ভারতে কমতে শুরু করেছে করেনার প্রভাব

ভারতে করোনাভাইরাসে আক্রন্ত হয়ে মৃত্যু সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৮১৭ জনের। এই নিয়ে দেশটিতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৪৫৪ জনে।

ভারতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন খবর দিয়েছে ভারতে গণমাধ্যম।

এছাড়া দৈনিক আক্রান্তের সংখ্যাও গত কয়েক দিনের মতো ৫০ হাজারের নিচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রন্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ ৬২ হাজার।

এর আগে মঙ্গলবার দেশটিতে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। আক্রান্ত হয়েছিলেন ৩৭ হাজার ৫৬৬ জন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। ধীরে ধীরে কমছে মৃত্যু এবং সংক্রমণের হার।

মে মাসে প্রায় প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্ত হয়েছেন তিন থেকে চার লাখ মানুষ।সে তুলনায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলা চলে। তবে ডেল্টা প্লাস ভেরিয়েন্ট শনাক্ত হওয়ায় পরিস্থিতি আবারও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন দেশেটি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এ পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৫৩ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২৫ লাখ মানুষ।


আরও দেখুন: