ডেল্টা আতঙ্কে টিকার বুস্টার ডোজ দিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক
2021-06-27 21:18:49
ডেল্টা আতঙ্কে টিকার বুস্টার ডোজ দিচ্ছে রাশিয়া

অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় রুশ কর্তৃপক্ষ পুনরায় টিকা গ্রহণে জনগণকে উৎসাহিত করছে।

রাশিয়ার তৈরি একক ডোজের ‘স্পুৎনিক লাইট’ ভ্যাকসিনের প্রথম ব্যাচ শিগগিরই নাগরিকদের মধ্যে বিতরণ করা হবে। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাসকো শনিবার বুস্টার ডোজ টিকার বিষয়টি জানান।

মুরাসকো বলেন, চলতি মাসের শেষ নাগাদ ব্যবহারের জন্য ২৫ লাখ ডোজ ভ্যাকসিন তৈরি হবে।

তিনি বলেন, যারা কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন এবং যারা ছয় মাস বা আরো আগে দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন, তাদের ইমিউনিটি জোরদারে এই ভ্যাকসিন দেওয়া হবে।

অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় রুশ কর্তৃপক্ষ পুনরায় ভ্যাকসিন গ্রহণে জনগণকে উৎসাহিত করছে।

রাশিয়ার গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব ইপিডিমিওলোজি অ্যান্ড মাইক্রোবায়োলোজি উদ্ভাবিত ‘স্পুটনিক লাইট’ ভ্যাকসিন চলতি বছরের মে মাসে দেশটিতে ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। এর আগে ‘স্পুৎনিক-ভি’ টিকার গণপ্রয়োগ করে দেশটি।

গত বছর ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট বর্তমানে ৭০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। শিশগিরই এটি সবচেয়ে শক্তিশালী ধরনের জায়গা নেবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


আরও দেখুন: