ইসরায়েলে ডেল্টা ধরনে আক্রান্তদের অর্ধেকই টিকা নেওয়া

অনলাইন ডেস্ক
2021-06-27 20:39:17
ইসরায়েলে ডেল্টা ধরনে আক্রান্তদের অর্ধেকই টিকা নেওয়া

গত বছর ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট বর্তমানে ৭০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলে নতুন করে ছড়িয়ে পড়া ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে (ধরন) আক্রান্ত বয়স্কদের অর্ধেকই ইতোমধ্যে ফাইজারের দুই ডোজ টিকা নিয়েছেন।

এমন পরিস্থিতিতে অতিসংক্রামক এই ধরন নিয়ন্ত্রণে অফিস ও বাসাবাড়ির ভেতরে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি পালন পুনর্বহাল করেছে সরকার।

সরকারের কোভিড-১৯ বিশেষজ্ঞ উপদেষ্টা পরিষদের প্রধান অধ্যাপক রান বালিসারের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, নতুন সংক্রমিতদের ৯০ শতাংশই ডেল্টা ধরনে আক্রান্ত।

আক্রান্তদের প্রায় অর্ধেকই ১৬ বছরের কম বয়সী যাদের অধিকাংশকেই টিকা দেওয়া হয়নি বলে জানান তিনি।

মধ্য ইসরায়েলের একটি শহরের স্কুল শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার চলতি সপ্তাহে ১২-১৫ বছর বয়সীদেরও টিকাদান কর্মসূচির আওতায় এনেছে।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইসরায়েলে সংক্রমণের সংখ্যা কম। কিন্তু বৃহস্পতিবার করোনা আক্রান্তে সংখ্যা ২০০ জনে গিয়ে ঠেকেছে, যেখানে জুনের অধিকাংশ দিন তা ১০ এর কাছাকাছি ছিল।

অধ্যাপক বালিসার বলেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্টের প্রবেশে সংক্রমণের মাত্রা বদলে দিয়েছে।’

গত বছর ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট বর্তমানে ৭০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। শিশগিরই এটি সবচেয়ে শক্তিশালী ধরনের জায়গা নেবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


আরও দেখুন: