সংকটে ব্রাজিল, মৃত্যু ৫ লাখ ছাড়াল
হাজারো মানুষ বিক্ষোভ থেকে বোলসোনারোর পদক্ষেপ দাবি করেন
করোনা মহামারিতে ব্রাজিলে মৃত্যু ৫ লাখ ছাড়িয়েছে। গতকাল শনিবার (১৯ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন। এদের মধ্যে ৫ লাখ ৮০০ জনের মৃত্যু হয়েছে।
গত সপ্তাহে দেশটিতে দৈনিক গড়ে ২ হাজার জন করে রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।
বিবিসি বলছে, টিকাদান কর্মসূচির ধীরগতি, করোনার নতুন ধরন ছড়িয়ে পড়া, শীতের শুরু ও সামাজিক দূরত্ব বিধি ফের আরোপ করতে সরকারের অনীহার কারণে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। করোনায় মৃত্যুতে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা ব্রাজিলে সংখ্যাটি আরও অনেক উপরে উঠবে বলে ধারণা তাদের।
ব্রাজিলের মাত্র ১১ শতাংশ পূর্ণবয়স্ক লোককে টিকার দুটি ডোজ দেওয়া হয়েছে। এ অবস্থায় পরিস্থিতিকে ‘সংকটজনক’ বলে অভিহিত করেছে দেশটির স্বাস্থ্য ইনস্টিটিউট ফিয়োক্রুজ।
দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিজার সাবেক প্রধান গনজালো ভেচিনা বলেন, ‘টিকার প্রভাব দেখার আগেই আমাদের মৃত্যু ৭ বা ৮ লাখে পৌঁছে যাবে। যে নতুন ধরনগুলো আসছে, সেগুলোর অভিজ্ঞতা হচ্ছে আর ভারতীয় ধরন আমাদের একটি চক্রের দিকে ঠেলে দিতে পারে।’
ব্রাজিলের চরম ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর যেভাবে মহামারির মোকাবেলা করছেন তার সমালোচনা করেন ভেচিনা। ব্রাজিলের সমন্বিত কোনো রাষ্ট্রীয় পদক্ষেপ নেই, টিকা নিয়ে বোলসোনারোর সংশয়, লকডাউন ও মাস্ক পরা প্রয়োজনীয় হলেও এসব বিধিনিষেধ শিথিল করার পক্ষে প্রেসিডেন্টের অবস্থানে হতাশা প্রকাশ করেন তিনি।
এদিকে, শনিবার দেশজুড়ে হাজার হাজার ব্রাজিলীয় বোলসোনারোর মহামারি ব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। ব্যাপক মৃত্যুর জন্য তারা দেশটির প্রশাসনকে দায়ী করে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছে।