সিরিয়ায় হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা, চিকিৎসকসহ নিহত ১৮

অনলাইন ডেস্ক
2021-06-13 03:18:49
সিরিয়ায় হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা, চিকিৎসকসহ নিহত ১৮

তুরস্কের দাবি, কুর্দি গেরিলারা গ্রাদ ক্ষেপণাস্ত্র ও মর্টারের সাহায্যে এ হামলা চালিয়েছে

সিরিয়ার আলেপ্পোতে একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় চিকিৎসকসহ ১৮ জন নিহত ও অন্তত ৩৩ জন আহত হয়েছে। গতকাল শনিবার তুরস্ক সীমান্তবর্তী আলেপ্পোর আফরিন শহরের আল শিফা হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

তবে স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স নিহতের সংখ্যা ১৩ জন উল্লেখ করেছে। হাসপাতালটিতে কামান অথবা মর্টারের গোলা দিয়ে দিয়ে হামলা চালানো হয়েছে।

প্রথম গোলাটি একটি আবাসিক এলাকায় গিয়ে পড়ে এবং এর কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় গোলা আল শিফা হাসপাতালে আঘাত হানে।

সিরিয়ার কুর্দি গেরিলা পিপলস প্রটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) এ হামলার জন্য দায়ী করেছে তুরস্ক। আঙ্কারার দাবি, কুর্দি গেরিলারা গ্রাদ ক্ষেপণাস্ত্র ও মর্টারের সাহায্যে এ হামলা চালিয়েছে।

সিরিয়ার আফরিন শহরে কুর্দি গেরিলা দমনের নামে গত কয়েক বছর ধরে তুরস্ক সামরিক অভিযান চালিয়ে আসছে। এ কারণে শহরে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।


আরও দেখুন: