ভারতে সংক্রমণ কমলেও মৃত্যু লাগামহীন

অনলাইন ডেস্ক
2021-06-09 00:28:43
ভারতে সংক্রমণ কমলেও মৃত্যু লাগামহীন

গত ২৪ ঘণ্টাতে করোনায় মারা গেছে ২ হাজার ২১৯ জন

ভারতে প্রায় দুই মাস পর গতকাল মঙ্গলবার দৈনিক সংক্রমণ নেমেছিল ৯০ হাজারের নিচে। আজ বুধবার (৯ মে) তা ফের ৯০ হাজার ছাড়াল খবর দিয়েছে এনডিটিভি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৫৯৬ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ কোটি ৯০ লাখ ৮৯ হাজার ৬৯ জন।

গত দুদিন ধরে আক্রান্ত ১ লাখের নিচে থাকলেও দৈনিক মৃত্যু লাগামহীন। গত ২৪ ঘণ্টাতে করোনায় মারা গেছে ২ হাজার ২১৯ জন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৫২৮ জনে। মোট মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই রয়েছে ভারত।

তিন সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক আক্রান্তের চেয়ে ভারতে সুস্থ হচ্ছেন অনেক বেশি মানুষ। এর জেরে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৭২ হাজারের বেশি। আপাতত দেশে সক্রিয় রোগী রয়েছেন ১২ লাখ ৩১ হাজার ৪১৫ জন।

এর পাশাপাশি দেশের দৈনিক সংক্রমণের হারও কমছে। গত দুদিন ধরে তা ৫ শতাংশের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৮৫ হাজারের বেশি।

করোনার দ্বিতীয় ঢেউ স্থিমিত হওয়ার সময়ে গতি পেয়েছে করোনা টিকাদান। গত ২৪ ঘণ্টায় সাড়ে ২৭ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন। জানুয়ারিতে শুরু হওয়ার পর দেশে মোট টিকা দেওয়া হয়েছে ২৩ কোটি ৯০ লাখের বেশি।


আরও দেখুন: