করোনাভ্যাক টিকা মৃত্যুরোধে ৯৭ শতাংশ কার্যকর
দুই ডোজ টিকা গ্রহণকারীর ভাইরাসে সংক্রমণ ৫৭ শতাংশ কমেছে
চীনের তৈরি করোনাভ্যাক টিকা করোনার মৃত্যুরোধে ৯৭ শতাংশ কার্যকর। সম্প্রতি উরুগুয়েতে চালানো টিকাটির ক্যাম্পেইনের প্রাথমিক ফলাফলে এ চিত্র দেখা গেছে বলে খবর দিয়েছে চ্যানেল নিউজ এশিয়া।
উরুগুয়ে ব্যাপকভাবে চীনের করোনাভ্যাক টিকাদান কর্মসূচি করেছে। উরুগুয়ের স্বাস্থ্য মন্ত্রনালয় এক প্রতিবেদনে বলেছে, যারা করোনাভ্যাকের দুই ডোজ গ্রহণ করেছে, তাদের ভাইরাসটির সংক্রমণ ৫৭ শতাংশ কমেছে এবং আইসিইউতে ভর্তি ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে।
বৈজ্ঞানিক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, করোনার অন্যান্য টিকার তুলনায় চীনের সিনোভ্যাকের তৈরি টিকা ব্যাপকভাবে কার্যকর। এই টিকা চীনে এবং আরও প্রায় দুই ডজন দেশে প্রয়োগ করা হচ্ছে।
চিলি গত মাসে প্রাথমিক প্রতিবেদনে বলেছে, চীনের করোনাভ্যাক করোনা সংক্রমণ ৬৭ শতাংশ এবং মৃত্যু হার ৮০ শতাংশ রোধ করেছে।
ব্রাজিলে করোনাভ্যাকের পরীক্ষামূলক ট্রায়ালে দেখা গেছে, এটি করোনারোধে ৫০ শতাংশ কার্যকর। তবে তুরস্ক বলেছে, এটি ৮০ শতাংশের বেশি কার্যকর।
উরুগুয়ে ১ মার্চ থেকে টিকাদান কার্যক্রম শুরু করেছে। দেশটি ৮০ শতাংশের বেশি নাগরিককে করোনাভ্যাক টিকা দিয়েছে।