ভারতে ১১ দিন ধরে গড় মৃত্যু ৪ হাজার

অনলাইন ডেস্ক
2021-05-28 01:34:32
ভারতে ১১ দিন ধরে গড় মৃত্যু ৪ হাজার

টানা ১৫ দিন শনাক্তের চেয়ে বেশি রোগী সুস্থ হয়েছেন

ভারতে গতকাল বৃহস্পতিবার করোনায় সংক্রমিত রোগী শনাক্ত ও মৃত্যু কমেছে। আজ শুক্রবার (২৮ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল নতুন ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় দেশটিতে মারা গেছে ৩ হাজার ৬৬০ জন।

সবশেষ এ তথ্য নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৪৫৭। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার ৮৯৫।

এনডিটিভি বলছে, টানা ছয় সপ্তাহ পর গতকাল সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে। তবে টানা ১১ দিন ধরে গড়ে মৃত্যু ৪ হাজারই রয়েছে। আর টানা ১৫ দিন শনাক্তের চেয়ে বেশি রোগী সুস্থ হয়েছেন। গতকাল এক দিনে ২ লাখ ৫৯ হাজার রোগী সুস্থ হয়েছে।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। দেশটিতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়ছে। এ সংক্রমণের জেরে বাড়ছে মৃত্যুও। গতকাল ১৫৩ রোগী শনাক্তের পর আজ দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি রোগ ঘোষণা করেছে রাজ্য সরকার।


আরও দেখুন: