দেশে করোনার ভারতীয় ধরনে আক্রান্ত ৯ জন শনাক্ত

ডক্টর টিভি রিপোর্ট
2021-05-23 10:14:55
দেশে করোনার ভারতীয় ধরনে আক্রান্ত ৯ জন শনাক্ত

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে সিডিসির লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা জানিয়েছেন।

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের (কোভিড-১৯) ভারতীয় ধরনে (ভ্যারিয়েন্ট) আক্রান্ত নয়জন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সংখ্যা বাড়তে পারে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে সিডিসির লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত নয়টি পেয়েছি একেবারে নিশ্চিত। তবে এখনো জেনোম সিকোয়েন্সিং চলছে। আমরা মনে করি জেনোম সিকোয়েন্সিংয়ের ফলাফল হাতে আসলে সংখ্যাটি বেড়ে যাবে।’

ডা. নাজমুল বলেন, ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ করার ক্ষমতা অনেক বেশি। এ কারণে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

করোনাভাইরাসের এ ধরনটির আনুষ্ঠানিক নাম বি.১.৬১৭। মিউটেশনের কারণে এর তিনটি ‘সাব টাইপ’ পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশে পাওয়া গেছে বি.১.৬১৭.২ ধরনটি। ভারতে প্রথম এ মিউট্যান্ট শনাক্ত হয়েছিল বলে একে ভারতীয় ধরন বলা হচ্ছে।

ইতোমধ্যে অন্তত ৪৪টি দেশে করোনাভাইরাসের এ ধরনটি ছড়িয়েছে। অতি সংক্রামক এই ধরনটিকে বিশ্বজুড়ে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

ভারত থেকে আসা তিন বাংলাদেশির দেহে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের কথা গত ৮ মে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল। এরপর ১৬ মে ভারত থেকে আসা ছয়জনের দেহে এই ধরনটি পাওয়ার কথা জানায় আইডিসিআর। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।


আরও দেখুন: