ভারতে করোনায় নতুন মৃত্যু ৪ হাজার ১৯৪, কমেছে সক্রিয় রোগী

অনলাইন ডেস্ক
2021-05-22 01:14:00
ভারতে  করোনায় নতুন মৃত্যু ৪ হাজার ১৯৪, কমেছে সক্রিয় রোগী

ভারতে কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা

ভারতে কোনো ভাবেই কমানো যাচ্ছেনা করোনাভাইরাসের প্রকপ। গত ২৪ ঘন্টায় দেশটিকে নতুন করে মারা গেছেন আরও ৪ হাজার ১৯৪ জন। এসময় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৮ এপ্রিলের পর প্রথমবার মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষের নীচে নেমেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬২ লক্ষ ৮৯ হাজার ২৯০ জন। এবং মোট মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৫ হাজার ৫২৫ জন।

দেশটিতে অধিকাংশ রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমতে শুরু হওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা কমেছে।

তবে তামিলনাড়ু, ওড়িশা, অসম, ত্রিপুরা, মেঘালয় রাজ্যে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা।পশ্চিমবঙ্গ রাজ্যেও গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ৬৭১ জন।


আরও দেখুন: