ভারতীয় ধরন প্রতিরোধে চীনের টিকা কার্যকর দাবি
.
করোনাভাইরাসের ভারতীয় ধরন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটতে যাচ্ছে এবার। চীনের উদ্ভাবিত টিকা ভারতীয় ধরনের বিরুদ্ধে কার্যকর বলে দাবি করেছে দেশটির নেতৃস্থানীয় একজন রোগনিয়ন্ত্রণ বিশেষজ্ঞ। এ তথ্য জানিয়েছে রয়টার্স ও হিন্দুস্তান টাইমস।
অন্যদিকে চীনের গবেষকরা জানিয়েছেন, চীনে ব্যবহৃত করোনার টিকাগুলো এ ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে ‘একটি নির্দিষ্ট মাত্রায়’ সুরক্ষা দিতে সক্ষম। তবে ভারতীয় ধরনের বিরুদ্ধে চীনের কোন কোন টিকা কার্যকর, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি।
প্রাথমিক এ গবেষণাটি করেছেন চায়নিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বিশেষজ্ঞ শাও ওয়াইমিং। শাও বলেন, করোনার ভারতীয় ধরনের ওপর চীন বিশেষ নজর রাখছে। এ নিয়ে গবেষণা চলছে ও তথ্য–উপাত্ত সংগ্রহের কাজও চলছে। গত সপ্তাহে চীনের বিশেষজ্ঞরা বলেন, ভারতে প্রথমবারের মতো শনাক্ত হওয়া করোনার ধরনটিতে সংক্রমিত হওয়ার অন্তত ১৮টি ঘটনা চীনে ধরা পড়েছে।
ভারতে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করলেও গত সপ্তাহ পর্যন্ত টিকা আমদানির ব্যাপারে চীনা প্রতিষ্ঠানগুলোর শরণাপন্ন হয়নি দেশটি। গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হিন্দুস্তান টাইমসকে এ তথ্য জানায়।
আরও দেখুন:
- Organization
- অধ্যাপক-ডা.-এসএম-মোস্তফা-জামান
- অধ্যাপক-ডা.-মো.-শারফুদ্দিন-আহমেদ
- করোনাভাইরাসের-ভারতীয়-ধরন
- চীনের-উদ্ভাবিত-টিকা-ভারতীয়-ধরনের-বিরুদ্ধে-কার্যকর
- চায়নিজ-সেন্টার-ফর-ডিজিজ-কন্ট্রোল-অ্যান্ড-প্রিভেনশন
- হিন্দুস্তান-টাইমস