অক্সিজেন কিনতে ভারতকে ৫০ হাজার ডলার দান অস্ট্রেলিয়ান ক্রিকেটারের

অনলাইন ডেস্ক
2021-04-29 08:11:30
অক্সিজেন কিনতে ভারতকে ৫০ হাজার ডলার দান অস্ট্রেলিয়ান ক্রিকেটারের

প্যাট কামিন্স। ফাইল ছবি

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ভারত। দৈনিক সংক্রমণ ছাড়িয়ে যাচ্ছে সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। শ্মশানের কর্মিরা লাশ সৎকার করতে করতে ক্লান্ত। অক্সিজেনের চরম সংকটে মারা যাচ্ছে অধিকাংশ রোগী। এই পরিস্তিতিতে এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার পেসার ও কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার প্যাট কামিন্স।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পিএম কেয়ার্স ফান্ড’ এ অক্সিজেন কেনার জন্য ৫০ হাজার ডলার দান করেছে তিনি।

ব্যাক্তিগত টুইটারে দেওয়া এক বিবৃতিতে কামিন্স বলেন ‘ভারতে অনেকদিন ধরেই খেলতে আসিছি। এই দেশটাকে ভালোবেসে ফেলেছি। তাই করোনা সংক্রমণে এই  দেশ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে।।’

তিনি বলেন, এই পরিস্থিতিতে কোথাও কোথাও লকডাউন হয়েছে। আইপিএল বাতিল করার কথাও শুনছি। কিন্তু আমি ভারতীয় সরকারের কাছে আবেদন করব, টুর্নামেন্ট যেন বন্ধ না হয়। ঘরবন্দি থাকতে থাকতে খেলা দেখলে মানুষ আনন্দ পাবেন বলেও মন্তব্য করেছেন এই অজি ক্রিকেটার।

কামিন্স আরও বলেন, এই কঠিন পরিস্থিতিতে ক্রিকেটার হিসেবে আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। তাই আমি ‘‌পিএম কেয়ার্স ফান্ড-’ এ সামান্য কিছু দান করলাম।  যাতে অক্সিজেন কেনা যায়।  আমি সতীর্থ ক্রিকেটারদেরও অনুরোধ করব এগিয়ে আসার জন্য।’‌  


আরও দেখুন: