সংক্রমণের রেকর্ড ভাঙল ভারত

2021-04-05 03:36:02
সংক্রমণের রেকর্ড ভাঙল ভারত

ছবি : ভারতের মহারাষ্ট্রে এক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হচ্ছে

ভারতে প্রত্যেক দিন করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড ভাঙছে। রবিবার (৪ এপ্রিল) এ যাবৎকালের রেকর্ড ভেঙে প্রথম ১ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ২৫ লাখ ৮৯ হাজারের বেশি। এক দিনে সর্বোচ্চ সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই এখন ভারতের অবস্থান বলে খবর দিয়েছে এনডিটিভি।

এর আগে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ সেপ্টেম্বর ভারতে একদিনে সর্বোচ্চ ৯৮ হাজার ৭৯৫ জন আক্রান্ত হয়েছিল। ছয় মাসের মাথায় সেই রেকর্ড ভেঙে গেল।

আক্রান্তের সাথে ভারতে দৈনিক মৃত্যুও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। দুদিন আগেই এক দিনে ৭১৩ জনের মৃত্যু হয়। গত ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত করোনায় দক্ষিণ এশিয়ার দেশটিতে ২ হাজার ৯৭৪ জনের মৃত্যু হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ১ হাজার ৯৯ জন বেশি।

আক্রান্তদের মধ্যে ৫৭ হাজারই মহারাষ্ট্রে। সেখানে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। রাতে কারফিউ এবং প্রতি শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউন চলছে।

দিল্লিতে কয়েকদিন আগেও প্রতিদিন ২০০ থেকে ৩০০ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিলেন। গত ২৪ ঘণ্টায় তা ৪ হাজারে পৌঁছেছে। পাঞ্জাব, ছত্তিশগড়, কর্ণাটক, তামিলনাড়ুর মতো ১০টি রাজ্যে আক্রান্তের সংখ্যা  সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। এরই মধ্যে রাজ্য বিধানসভা নির্বাচন ঘিরে প্রচার ও ভোটগ্রহণ নিয়ে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ২ হাজার জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।


আরও দেখুন: