ভারতে স্বাস্থ্যকর্মীদের টিকা না নিলে মুচলেকা দিতে হবে
ভাইরাসের টিকা না নিলে স্বাস্থ্য কর্মীদের লিখিত মুচলেকা জমা দেওয়া বাধ্যতামূলক করেছে ভারতের স্বাস্থ্য অধিফতর। ভবিষ্যতেও কখনো ওই স্বাস্থ্য কর্মী করোনা টিকার দাবি করবেন না বলেও মুচলেকায় উল্লেখ করতে হবে। কলকাতার সব জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তাকে এ নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমে। এছাড়াও মুচলেকার ভাষা কি হবে সেটা নির্দিষ্ট করে দিয়ে, ওই নির্দেশের সঙ্গে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন।
এই নির্দেশে আরও জানানো হয়, চলতি মাসের ২০ তারিখের ভেতর করোনার প্রথম দফার টিকা-প্রদান চলবে। তাই চলতি সপ্তাহেই সমস্ত অনিচ্ছুক স্বাস্থ্য কর্মীদের তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য দফতর। এই তালিকার সাথে টিকা নিতে অনিচ্ছুক স্বাস্থ্যকর্মীদের লিখিত মুচলেকাও জমা দেয়ার নির্দেশ দিয়েছে। এরই ভেতর কিছু জেলাতে আগামী তিনদিনের মধ্যে এই কাজ শেষ করতে বলা হয়েছে।
গত ১৬ জানুয়ারি থেকে দেশটিতে করোনা টিকাপ্রদান শুরু হয়। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যে কোভিশিল্ডের পর এসেছে কোভ্যাকসিন। হায়দরাবাদের ভারত বায়োটেক আর আইসিএমআর-এর তৈরি কোভ্যাকসিন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, ভ্যাকসিন গুলিকে বাগবাজারের স্টোরে মজুত করা হয়েছে। আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) কোভিশিল্ডের দ্বিতীয় দফার ডোজের জন্য টিকার তৃতীয় কনসাইনমেন্ট বিশেষ বিমানে আসছে ৫ লাখ ৭৩ হাজার ডোজ। ৪৮টি বিশেষ প্যাকেটে।
আরও দেখুন:
- প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
- মেডিকেল-কলেজ
- স্বাস্থ্যমন্ত্রী-জাহিদ-মালেক-স্বপন
- স্বাস্থ্যসেবা
- ভাইরাসের-টিকা
- কলকাতা
- কোভ্যাকসিন
- ভারত-বায়োটেক