করোনায় অপুষ্টিতে মাসে অতিরিক্ত ১০ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা

ডক্টর টিভি রিপোর্ট
2020-10-17 04:30:23
করোনায় অপুষ্টিতে মাসে অতিরিক্ত ১০ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা

ছবিটি প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে।

করোনা ভাইরাস সংকটে অপুষ্টির কারণে চলতি বছর থেকে প্রতি মাসে অতিরিক্ত আরও ১০ হাজার শিশু মারা যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেডরোস আধানোম গেব্রেয়াসুস। খবর- রয়টার্স।

বুধবার (১৪ অক্টোবর) ডব্লিউএইচও-এর মহাপরিচালক জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক সম্মেলনে বলেন, করোনা মহামারির কারণে এ বছর তীব্র অপুষ্টির শিকার হওয়া শিশুর সংখ্যা ১৪ শতাংশ বেশি হতে পারে। অর্থাৎ আরও ৬৭ লাখ মানুষ অপুষ্টিতে আক্রান্ত হতে পারে। এর অধিকাংশের বসবাস সাব-সাহারা আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায়।

তিনি বলেন, 'আমরা এমন বিশ্বকে গ্রহণ করতে পারি না, যেখানে ধনীদের স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের সুযোগ থাকবে অথচ দরিদ্রদের থাকবে না। ধনীরা বাড়িতে থাকতে পারবেন, কিন্তু দরিদ্ররা কাজ করার জন্য ঘরের বাইরে যাবেন।'

করোনা মহামারির অর্থনৈতিক বিপর্যয় শেষে সরকারগুলোকে অবশ্যই বেসরকারি খাত ও নাগরিক সমাজের সঙ্গে কাজ করতে হবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, 'যাতে টেকসই খাদ্যব্যবস্থা গড়ে ওঠে এবং অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনকারীদের ভর্তুকি দেওয়ার অবসান ঘটে।'

তিনি বলেন, লাখো মানুষের জীবন বাঁচবে যদি বিভিন্ন দেশ শিশু খাদ্য কর্মসূচির প্রসার ঘটায়, অস্বাস্থ্যকর খাবারের বাজারজাতকরণ কমিয়ে আনে ও ভোক্তাদের স্বাস্থ্যকর খাবার বাছাইয়ে অর্থনৈতিক নীতিমালার প্রয়োগ ঘটায়।

ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, জীবন ক্ষণস্থায়ী, স্বাস্থ্য অমূল্য সম্পদ ও স্বাস্থ্যকর খাবার শুধু সম্পদশালীদের নয় বরং সবার অধিকার। করোনা মহামারি অপরিহার্য সেবা, টিকাদান, মাতৃসেবা, শিশুর পুষ্টি, পরিবার পরিকল্পনা ও অন্যান্য ক্ষেত্রে গুরুতর ব্যাঘাত সৃষ্টি করেছে।


আরও দেখুন: