কানাডাতে করোনায় বাড়ছে ফ্লু ভ্যাকসিন বিক্রি

ডক্টর টিভি রিপোর্ট
2020-10-17 01:01:01
কানাডাতে করোনায় বাড়ছে ফ্লু ভ্যাকসিন বিক্রি

প্রতীকী ছবি।

চলতি মহামারী করোনা ভাইরাসের কারণে কানাডার নাগরিকদের মধ্যে ফ্লু ভ্যাকসিন নিতে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। দেশটির বিভিন্ন প্রদেশের সরকারগুলোও এ বিষয়ে নাগরিক উৎসাহ দিচ্ছেন।

বিভিন্ন কানাডীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অন্যান্য বছরের চেয়ে এবছর বেশি ফ্লু ভ্যাকসিন বিক্রি হচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দেশটির নাগরিকরা এই ফ্লু ভ্যাকসিন নিচ্ছেন এমনকি অনলাইনেও প্রচুর সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফ্লু শট বা ভ্যাকসিন নিচ্ছেন।

কোভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রদেশের সরকার বিভিন্ন প্রদেশে এ বছর বাড়তি ফ্লু ভ্যাকসিন সংগ্রহ করছে। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড গত মাসেই জানিয়েছিলেন এ বছর ৭০ মিলিয়ন ডলারের ফ্লু ভ্যাকসিন সংগ্রহের ক্রয়াদেশ দেয়া হয়েছে। গত বছর যেখানে ৪.৪ মিলিয়ন ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছিলো এবার সেটি বাড়িয়ে ৫ মিলিয়ন ডোজ করা হয়েছে।

এবিষয়ে কানাডার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. থেরেসা ট্যাম বলেছেন, কোভিড মহামারীর বাস্তবতা মেনে নিয়ে পরিস্থিতির উপর খানিকটা স্বভাবিকতা দেয়ার সৃষ্টিশীল উপায় বের করতে হবে। হ্যালোইনে 'ট্রিক অ্যান্ড ট্রিট' করার ক্ষেত্রেও মহামারী এবং স্বাভাবিকতার মধ্যে একটি ভারসাম্য আনার চেষ্টা করতে হবে।

স্বাস্থ্যবিধি মেনে নতুন বাস্তবতায় হ্যালোইন পালনে কোনো সমস্যা নাই। আগামী ৩১ অক্টোবর শনিবার এ বছর হ্যালোইন অনুষ্ঠিত হবে বলে দেশটির ওই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান।

হ্যালোইনের কস্টিউমে মাস্ক অন্তর্ভূক্ত রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, হ্যালোইন উদযাপনের ক্ষেত্রে সবাইকে অবশ্যই স্থানীয় স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার উপর জোর দেয়া হলো।


আরও দেখুন: