দিশেহারা বিশ্ব; করোনায় প্রাণ গেলো ১১ লাখ মানুষের

অনলাইন ডেস্ক
2020-10-16 04:53:41
দিশেহারা বিশ্ব; করোনায় প্রাণ গেলো ১১ লাখ মানুষের

প্রতীকী ছবি

বিশ্বব্যাপী মহামারিতে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী,  শুক্রবার (১৬ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ লাখ ২ হাজার ৯২৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯১ লাখ ৭০ হাজার ৪৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ৭১০ জন।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ২২ হাজার ৭১৭ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৮২ লাখ ১৬ হাজার ৩১৫ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৫১৩ জন। প্রাণহানির সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ১২ হাজার ১৪৬ জন। করোনায় মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ হাজার ২৮৫ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৮ লাখ ৩৪ হাজার ৯১০ জন।

সুস্থতার দিক দিয়ে ভারত রয়েছে প্রথম স্থানে। দেশটিতে সুস্থ হয়েছে ৬৪ লাখ ৪৮ হাজার ৬৫৮ জন। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। বাংলাদেশসহ এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।


আরও দেখুন: