স্বাস্থ্যসেবার পরিধি সার্বজনীনের আহ্বান গুতেরেসের
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। ছবি- সংগৃহীত।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস দেরি না করে অবিলম্বে স্বাস্থ্যসেবার পরিধি সার্বজনীন করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) গুতেরেস এ আহ্বান জানিয়ে বলেন, করোনা মহামারি আমাদের দেখিয়ে দিয়েছে বিশ্বের দেশগুলোকে অবশ্যই স্বাস্থ্যসেবার পরিধি সার্বজনীন করার প্রচেষ্টা জোরদার করা কতোটা জরুরি।
এক ভিডিও বার্তায় তিনি আরো বলেন, আমাদের সকলকে এই সংকট থেকে অবশ্যই কঠোর শিক্ষা গ্রহণ করতে হবে। এর একটি শিক্ষা হলো স্বাস্থ্য খাতের বিনিয়োগ সমাজ ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। ২০৩০ সাল নাগাদ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রার অন্যতম স্বাস্থ্যসেবার পরিধি সার্বজনীন করা।
গুতেরেস বলেন, এই মহামারি আমাদের দেখিয়ে দিয়েছে এটির বাস্তবায়ন কতোটা জরুরি। তিনি বলেন, আমরা ১০ বছর অপেক্ষা করতে পারি না। আমারদের এখনি মানসিক স্বাস্থ্য সেবাসহ স্বাস্থ্যসেবার আওতা সার্বজনীন করা দরকার।
একইসঙ্গে বিশ্ব এই সংস্থা দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা সুবিধার ব্যাপক সম্প্রসারণ এবং কোভিড-১৯ এর ভবিষ্যত টিকা বিশ্বের সর্বত্র সহজভাবে পাওয়ার বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।