দুই ধরনের ডিপ্রেশনে হরহামেশাই আক্রান্ত হন নারীরা (পর্ব -২)
প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার বা পিরিয়ড পূর্বকালীন ডিপ্রেশন (ইনসেটে ডা. তাইয়েব ইবনে জাহাঙ্গীর)
প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার বা পিরিয়ড পূর্বকালীন ডিপ্রেশন
পিরিয়ড বা ঋতুস্রাব শুরু হওয়ার আগে নারীরা ডিপ্রেশনের এই ধরনটির মুখোমুখি হতে পারে। এর কিছু লক্ষণ হলো –
* মুড সুইং হওয়া
* বিরক্তি লাগা
* ভয় লাগা
* মনোযোগে ঘাটতি দেখা দেওয়া
* ক্লান্ত লাগা
* ঘুমে সমস্যা।
এ ছাড়া আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে। যেমন-
* স্ট্রেস
* উদ্বিগ্ন হওয়া
* মাথা ব্যাথা
* ইমোশনাল সেনসিটিভিটি বেড়ে যাওয়া
* যৌন অনীহা
* নিজেকে দুঃখী মনে হওয়া
সুতরাং সন্তান জন্মদানের পরবর্তী সময়ে নতুন মায়ের প্রতি যত্নশীল হন। প্রয়োজনে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হন।
লেখকঃ
ডা. তাইয়েব ইবনে জাহাঙ্গীর
মানসিক রোগ, মাথা ব্যথা, মাদকাসক্তি ও সেক্স সমস্যা বিশেষজ্ঞ
এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য), এমডি (সাইকিয়াট্রি),
সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।