কে-ওয়ান ইনজেকশন : নবজাতকের জন্য গুরুত্বপূর্ণ

ডা. মাহফুজার রহমান বাঁধন
2023-09-23 16:02:30
কে-ওয়ান ইনজেকশন : নবজাতকের জন্য গুরুত্বপূর্ণ

নবজাতক (ইনসেটে ডা. মাহফুজার রহমান বাঁধন)

নবজাতকের জন্য ভিটামিন-কে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন-কে এর অভাবে নবজাতকের দেহের ভেতরে এবং ত্বকের নিচে মারাত্মক রক্তক্ষরণ হতে পারে। এই রক্তক্ষরণ দ্রুত বন্ধ করার ব্যবস্থা না নিলে শিশুদের মৃত্যু পর্যন্ত হতে পারে।

জন্মের পরপরই শিশুর মাংসপেশিতে ইনজেকশনের মাধ্যমে ০.৫-১ মিলিগ্রাম কে-ওয়ান ইনজেকশন একটিমাত্র ডোজ দিতে হয়।

মুখে খাওয়াতে চাইলে প্রথম চার ঘন্টার মধ্যে একটি, চতুর্থ দিনে একটি এবং ২৮ তম দিনে আরেকটি ২ মিলিগ্রাম কে-ওয়ান ইনজেকশন খাওয়াতে হবে।

 

লেখকঃ

ডা. মাহফুজার রহমান বাঁধন

শিশু বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।


আরও দেখুন: