ওভারিয়ান ক্যানসার স্ক্রিনিং
ডা. মনি রানী
2023-08-28 17:38:02
ওভারিয়ান ক্যানসার স্ক্রিনিং (ইনসেটে লেখক)
ক্যানসার প্রাথমিক অবস্থায় ধরা পড়ার জন্য যা করা হয় তাকেই ক্যান্সার স্ক্রিনিং বলে। এটি অত্যন্ত জরুরী, কারন প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ক্যানসার নিরাময় সম্ভব। ক্যানসার স্ক্রিনিং এর আজকে লিখছি ওভারিয়ান ক্যানসার নিয়ে।
কারা ওভারিয়ান ক্যানসারের স্ক্রিনিং করবেন?
উত্তর: যাদের পরিবারে ওভারিয়ান ক্যানসার আছে যেমনঃ মা বা নানী বা খালা বা বোনদের যদি ওভারিয়ান ক্যানসারের ইতিহাস থাকে।
কত বয়স থেকে স্ক্রিনিং করতে হবে?
উত্তরঃ ৩০-৩৫ বছরের মধ্যে।
কি কি স্ক্রিনিং করতে হবে?
১) রোগীর শারীরিক পরীক্ষা
২) CA 125
৩) Transvaginal ultrasound
স্ক্রিনিং এর জন্য একজন ক্যানসার বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে।
লেখক :
ডা. মনি রানী
ক্যানসার বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল।