সিওপিডি রোগীর চিকিৎসা নিয়ে কিছু কথা

ডা. আবুল ফয়সাল মোহাম্মদ নুরুদ্দিন চৌধুরী
2023-08-11 10:26:21
সিওপিডি রোগীর চিকিৎসা নিয়ে কিছু কথা

সিওপিডি একটি জটিল ও জীবনব্যাপী সমস্যা (ইনসেটে লেখক)

সিওপিডি হচ্ছে সম্মিলিত রোগ, যা ক্রনিক ব্রংকাইটিস, এমফাইসিমা ও ক্রনিক অ্যাজমা—এই তিনটির যেকোনো একটি, দুটি বা তিনটির সহাবস্থান। একসঙ্গে একে সিওপিডি বলে।

বর্তমানে সিওপিডিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ লাখ। এ রোগে বছরে মারা যায় প্রায় ৬৩ হাজার মানুষ। সিওপিডি একটি জটিল ও জীবনব্যাপী সমস্যা। কাজেই এ রোগ প্রতিরোধে প্রয়োজন ব্যাপক সচেতনতা।

* প্রথম কথা রোগীকে সিওপিডি রোগ সম্পর্কে, রোগের উপসর্গগুলো সম্পর্কে ধারণা দেয়া এবং ছোট ছোট সমস্যাগুলো মোকাবেলা করতে শেখানো।

* ধূমপান বন্ধ ও ধোঁয়ামুক্ত কাজের পরিবেশ তৈরি করা।

* নিয়মিত ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার ভ্যাকসিন দেয়া।

* নিয়মিত ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধের ব্যবহার নিশ্চিত করা

* রোগের অবনতি রোধ করা।

* ইনফেকশনের কারণে উপসর্গগুলো বেড়ে গেলে যেমন- কফের পরিমাণ বেড়ে গেলে, কফের রং পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া।

* রোগীর অন্যান্য অসুখ যেমন- ডায়াবেটিস, হার্টের সমস্যা, উচ্চরক্তচাপ, দুশ্চিন্তা-হতাশা, ঘুমের সমস্যা, অ্যাসিডিটি ইত্যাদির ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেয়া।

* প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অক্সিজেন অথবা শ্বাস-প্রশ্বাস চালাতে মেশিনের সাহায্য নেয়া।

* ফুসফুসের পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ করানো।

* ফুসফুসের পুনর্বাসন কার্যক্রম হল ফুসফুসের কার্যক্ষমতা ফিরিয়ে আনার জন্য নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, রোগ সম্পর্কে অবহিতকরণ ইত্যাদির সম্মিলিত প্রয়াস, যার মাধ্যমে রোগী তার শারীরিক ও মানসিক উদ্যম ফিরে পায়।

 

লেখকঃ

ডা. আবুল ফয়সাল মোহাম্মদ নুরুদ্দিন চৌধুরী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন)
মেডিসিন বিশেষজ্ঞ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল


আরও দেখুন: