প্রস্রাবে জ্বালাভাব, সংক্রমণ নাকি জটিল রোগ?
প্রস্রাব করার সময়ে তীব্র ব্যথা, জ্বালা, যৌনাঙ্গ সংলগ্ন কোষগুলিতে চাপ অনুভূত হওয়া ডিসুরিয়ার অন্যতম লক্ষণ
প্রস্রাবের সময় মাঝেমাঝেই অনেকে হালকা ব্যথা বা অস্বস্তি অনুভব করেন। প্রাথমিক পর্যায়ে কোনো অসুবিধা না হলেও, মূত্রাশয়ে ব্যাক্টেরিয়া সংক্রমণের কারণে এমনটা হয়ে থাকে।
গরমের সময় এ সমস্যা বাড়ে। প্রস্রাব করার সময় তীব্র ব্যথা হওয়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ডিসুরিয়া’ বলা হয়। প্রস্রাব করার সময়ে তীব্র ব্যথা, জ্বালা, যৌনাঙ্গ সংলগ্ন কোষগুলিতে চাপ অনুভূত হওয়া ডিসুরিয়ার অন্যতম লক্ষণ।
ব্যাক্টেরিয়া সংক্রমণ ছাড়াও কয়েকটি কারণে প্রস্রাব করার সময়ে এ সমস্যাগুলো হতে পারে। আর কোন কারণে প্রস্রাব করার সময়ে ব্যথা ও জ্বালাভাব হতে পারে–
> বেশি মাত্রায় শুকনো খাবার খাওয়ার প্রবণতা। শরীরে পানির পরিমাণ কমে গেলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।
> বদহজমের কারণেও প্রস্রাবের সময় ব্যথা হতে পারে।
> মাত্রাতিরিক্ত মদপান ডিসুরিয়ার অন্যতম কারণ।
> অতিরিক্ত শরীরচর্চা করলেও প্রস্রাবের সময়ে ব্যথা হতে পারে। বেশি ব্যায়াম করলে শরীরের অন্যান্য অংশের কোষে চাপ পড়ে। বাড়তি চাপের কারণে ব্যথা হতে পারে।
> অন্য কোনো শারীরিক সমস্যা থাকলেও ডিসুরিয়ার সমস্যা হতে পারে। কিডনিতে পাথর হলে কিংবা যৌনরোগ হলেও প্রস্রাবের সময় জ্বালাবোধ হয়।