হাইপ্রেসার কতটা মারাত্মক

ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল :
2023-05-04 11:33:08
হাইপ্রেসার কতটা মারাত্মক

হাইপ্রেসার কতটা মারাত্মক- এ বিষয়ে লিখেছেন ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল

লালমনিরহাট থেকে একজন রোগী আসত আমার কাছে উনার প্রেসার অনেক বেশী থাকত (২২০/১১০)। আমি ঔষধ দিয়ে এক মাস পর আসতে বলতাম। উনি আসত তবে ৬-৭ মাস পর, তখনও প্রেসার অনেক বেশি পেতাম ১৯০/১০০। আমি জিজ্ঞাসা করতাম প্রেসারের ঔষধ খায় কিনা? উনি বলতেন খাই, তবে নিয়মিত না, মাঝেমধ্যে খাই। আবারও বুঝিয়ে ঔষধ দেই।

এবার ২ বছর পর আসলেন শ্বাসকষ্ট, পায়ে পানি ও বুকে ব্যথা নিয়ে। পরীক্ষা করে দেখা গেল হার্ট ফেইল করেছে, শরীরের রক্ত কমে যাচ্ছে। ভর্তি করে চিকিৎসা হলো, রক্ত দেয়া হলে, এক মাস পর ফলোআপ করতে বলা হলো। উনি আবারও আসলেন না।

৭-৮ মাস পর আসলেন, ততদিনে উনার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। শরীরে পানি, শ্বাসকষ্ট, কিছুই খেতে পারেন না। পরীক্ষা করে দেখা গেল কিডনী দুটোই নষ্ট হয়ে গেছে। দ্রুত ভর্তি হতে বললাম। এবার আর ভর্তি হলেন না, যা হয় হোক, বাড়ি গেলেন। সেটাই উনার শেষ বাড়ি যাওয়া হলো।

হাইপ্রেসারের কারণে মাত্র ৩-৪ বছরে একজন মানুষ শেষ হয়ে গেলেন। শুধু নিয়মিত ঔষধ খেলেই এটা এড়ানো যেত।

হাইপ্রেসার এমন একটি রোগ যার কোন লক্ষণ থাকে না, ভিতরে ভিতরে সব কিছু শেষ করে দেয়, একটা মানুষ যে অঙ্গগুলো ছাড়া চলতে পারে না সেগুলো নষ্ট করে দেয়। যেমনঃ ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস করে, হার্ট এট্যাক ও হার্ট ফেইল, কিডনী নষ্ট, চোখ নষ্ট ইত্যাদি।

নিয়মিত প্রেসার চেকআপ করতে হবে, যার হাইপ্রেসার আছে, তাকে নিয়মিত ঔষধ খেতে হবে।

লেখক :

ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
মেডিসিন বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল।


আরও দেখুন: