শিশু হৃদরোগ কি?

অনলাইন ডেস্ক
2023-04-15 10:27:18
শিশু হৃদরোগ কি?

শিশুর হৃদরোগ

কিছু শিশু মায়ের গর্ভে থাকা কালীন অবস্থায় হৃৎপিন্ডের জন্মগত ত্রুটি (যেমন-ছিদ্র, ভাল্ব জটিলতা, সরু রক্তনালী ইত্যাদি) নিয়ে জন্মায়। আবার কিছু শিশু পরবর্তীতে হৃদরোগ আক্রান্ত (রিউমেটিক ফিভার, ভাসকুলাইটিস, মায়োপ্যাথি) হতে পারে।

শিশু হৃদরোগের কারণঃ

* অন্যান্য জন্মগত ত্রুটি বা সমস্যার মত শিশু হৃদরোগ ও বংশগত কারনে হয়ে থাকে।

*এছাড়া বাবা মায়ের মধ্যে ঘনিষ্ট রক্তের সম্পর্ক থাকলে বাচ্চার এই সমস্যা হতে পারে।

* মায়ের বয়স অধিক হলে (৩৫ বা অধিক) শিশু "Down Syndrome" জনিত জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে।

* তাছাড়া মা যদি গর্ভকালীন সময়ে ভায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভোগেন তাহলেও শিশুর হৃদরোগ হতে পারে।

* গর্ভবস্থায় মায়ের ভাইরাল ডিজিস হলেও বাচ্চার জন্মগত হৃদরোগের

সমূহ সম্ভাবনা থাকে।

* একই পরিবারের একজন ভাই বা বোনের জন্মগত হৃদরোগ থাকলে অন্য ভাই বোনদেরও এই ধরনের সমস্যা থাকার সম্ভাবনা থাকে।

* ঘনবসতি এলাকা জন্মেও পরবর্তী সময় শিশুর হার্টের ভাই ও মাংসপেশী জীবাণু সংক্রামন জনিত কারণে আক্রান্ত হতে পারে।

* কিছু কিছু রোগের জটিলতা স্বরূপ শিশু হৃদপিন্ডের রক্তনালী অথবা প্রান্তিক রক্তনালী রোগে আক্রান্ত হতে পারে।


শিশু হৃদরোগের উপসর্গঃ

* হৃদরোগ আক্রান্ত শিশুরা ঘনঘন শ্বাস-প্রশ্বাস নেয়।

* শ্বাস কষ্ট হয়।

* কিছুদিন পর পর শ্বাস কষ্টে ভোগে ও বুকে ঘড়ঘড় শব্দ হয়।

* শিশুর পর্যাপ্ত ওজন হয় না।

* বুক ধড়ফড় করে।

* নীলাভ বর্ণ ধারণ করে ও অল্পতে ক্লান্ত হয়ে যায় (বিশেষত খাবারের সময় ও মল ত্যাগ এর সময়)

* হাত-পায়ের নখ ফুলে যায়।


শিশুর অভিভাবকের করণীয়ঃ 

* শিশুর জন্মের পর যত দ্রুত সম্ভব একজন ডাক্তারের মাধ্যমে শিশুকে। পরীক্ষা করে নিশ্চিত হতে হবে- শিশুর বুকে কোন অস্বাভাবিক শব্দ (Murmur) আছে কি না।

* যদি এধরনের কোন সমস্যা বা ত্রুটি ধরা পড়ে তবে একজন শিশু হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে ।

* শিশুর টনসিলাইটিস, নেফ্রাইটিস, ভাইরাল রোগ হলে, এই সব রোগকে যথাযথ গুরুত্ব দিয়ে শিশু চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা করানো উচিত।

রোগ নির্ণয়ঃ

প্রাথমিক পরিক্ষার পর তিনটি সহজ পরিক্ষা দ্বারা এই রোগ গুলি নির্ণয় করা হয়।

• ECG

• Chest X-Ray

• Color Doppler Echo

গর্ভবতী মায়ের করণীয়ঃ

*গর্ভধারণের তিন মাস পূর্বে Rubella Vaccine দিলে শিশুর Congenital Rubella Syndrome জনিত হার্টের রোগ হয় না।

* গর্ভকালীন সময়ে যতটা সম্ভব ওষুধ সেবন ও X-Ray করা থেকে বিরত থাকতে হবে।

* গর্ভাবস্থায় অতিরিক্ত পরিশ্রম করা যাবে না। মাকে বিশ্রাম ও পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।


শিশুর হৃদরোগের চিকিৎসাঃ

উন্নত বিশ্বের মত আজ বাংলাদেশেও শিশু হৃদরোগের অধিকাংশ চিকিৎসা করানো সম্ভব।

** ওষুধের মাধ্যমে কিছু হৃদরোগ ভাল হয়ে যায়। যেমন- ASD, VSD, PDA, AS, PS, CoA

** বুক কেটে অপারেশন ছাড়া কিছু রোগীর হৃদরোগ ভলো করা সম্ভব।
** কিছু ক্ষেত্রে রোগীর অপারেশন করানোর প্রয়োজন হয়।.


সৌজন্যে: চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ

340610266_1355185668661839_8551029515434024192_n


আরও দেখুন: