প্রসঙ্গ : ওভারিয়ান ক্যান্সার

ডা. জিএম আব্দুস সালাম :
2023-02-04 11:42:36
প্রসঙ্গ : ওভারিয়ান ক্যান্সার

ওভারিয়ান ক্যান্সার

ওভারিয়ান ক্যান্সার হচ্ছে এমন এক ধরনের ক্যান্সার যা কিনা ওভারিতে হয়ে থাকে আর এটি মেয়েদের হয়। মেয়েদের দুইটি ওভারি আছে ইউটেরাসের দুই পাশে। ওভারিয়ান ক্যান্সার যতক্ষণ না পর্যন্ত পেলভিক জোনে এবং পেটে ছড়ায় ততক্ষণ পর্যন্ত এটি বুঝা যায়না। পেটে এবং পেলভিক জোনে হওয়ার পর বুঝা যায় যে ওভারিয়ান ক্যান্সার হয়েছে। আর লাস্ট পর্যায়ে এসে যখন এটি ধরা পড়ে তখন চিকিৎসা দিয়ে সাধারণত ভাল করা যায় না এবং তখন এটি প্রাণঘাতক হয়ে যায়। কিন্তু যদি প্রাথমিক পর্যায়ে এটি ধরা পড়ে তাহলে চিকিৎসার মাধ্যমে ভাল করা সম্ভব।

সাধারণত সার্জারি এবং কেমোথেরাপি ব্যবহার করা হয় ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসায়।


আরও দেখুন: