হাত-পায়ের চামড়া ওঠার কারণ ও প্রতিকার

অধ্যাপক ডা. জিনাত মেরাজ
2022-01-02 21:32:15
হাত-পায়ের চামড়া ওঠার কারণ ও প্রতিকার

ঋতু পরিবর্তনের সময় এ ধরনের রোগীদের ত্বকের বাড়তি যত্ন নিতে হয়।

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকেরই হাত ও পায়ের তালুর চামড়া উঠে থাকে। পুষ্টিহীনতা, পরিচর্যার অভাব এবং অ্যালার্জির সমস্যার কারণে হাত ও পায়ের তালুর চামড়া উঠে।

সাধারণত অ্যালার্জি রোগীদের ক্ষেত্রে আইজিই’র মাত্রা অনেক বেশি থাকে। ৫০০-৬০০ পর্যন্ত কোনো সমস্যা নয়। কিন্তু আইজিই’র মাত্রা দুই হাজার ছাড়িয়ে গেলে বুঝতে হবে আপনি এটোপিক ইন্ডিভিজুয়াল। তার মানে আপনার অ্যালার্জির সমস্যা আছে। এ জন্য ঋতু পরিবর্তন হলে হাত ও পায়ের চামড়া উঠে এবং গায়ের চামড়া শুকিয়ে যায়।

গায়ের চামড়া শুকিয়ে গেলে সফট ময়েশ্চারাইজার সাবান ব্যবহার করতে হবে। আর হাতে ও পায়ে সাধারণ লোশন বা ভ্যাসলিন লাগিয়ে ভালো হয়ে গেলে ঠিক আছে। আর যদি ভালো না হয়, টপিকর্ট ক্রিম সাত দিন লাগাতে পারেন।

এ ধরনের রোগীদের যেহেতু আইজিই’র মাত্রা অনেক বেশি থাকে, তাই কোনো কিছু খেলে প্রতিক্রিয়া হতে পারে। কোনো কিছু লাগালেও প্রতিক্রিয়া বেশি হতে পারে। এজন্য আইজিই’র মাত্রা কমাতে লম্বা সময়ের জন্য (৩-৬ মাস) অ্যান্টি-হিস্টামিন ওষুধ দিই আমরা। এর সঙ্গে মন্টিলুকাস্ট দিই। এই ওষুধ দুটো খেলে আইজিই’র মাত্রা কমতে পারে।

তবে সাধারণত আইজিই’র মাত্রাটা কমতে চায় না। এজন্য ঋতু পরিবর্তনের সময় এ ধরনের রোগীদের ত্বকের বাড়তি যত্ন নিতে হয়। তবে স্যাভলন জাতীয় সাবান কখনো গায়ে লাগানো যাবে না।


আরও দেখুন: