মুখের তিল দূর করার উপায়

অধ্যাপক ডা. জিনাত মেরাজ
2022-01-01 13:06:59
মুখের তিল দূর করার উপায়

একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে ১০ থেকে ৪০টি তিল থাকা স্বাভাবিক।

শরীরের ত্বকে যেখানে একসঙ্গে অনেক মেলানোসাইট একত্রে ক্লাস্টার হিসেবে তৈরি হয় বা জমে যায়, সেই স্থান তিলে পরিণত হয়।

একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে ১০ থেকে ৪০টি তিল থাকা স্বাভাবিক। সাধারণত এগুলো মুখ, হাত, পা বা উন্মুক্ত স্থানে দেখা যায়, যা সূর্যের আলোর সংস্পর্শে আসে।

কারও জন্ম থেকেই তিল থাকে, আবার বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে পারে সংখ্যা। মুখে এক ধরনের তিল হয়, যেটাকে ডার্মাটোসিস প্যাপুলোসা নাইগ্রা বা ডিপিএন বলে।

হালকা ক্রিম দিয়ে হয়তো এটা কমানো যেতে পারে বা যেগুলো নতুন বের হবে সেগুলো কমানো যায়।

কিন্তু যে তিলগুলো হাতে ছোট ছোট লাগে সেগুলো কমতে চায় না। এই তিলগুলো যদি ডিপিএন হয়, তাহলে লেজার দিয়ে সরিয়ে দেওয়া যায়।

তবে মুখে কালো তিল হলে অবশ্যই সান্সক্রিম ব্যবহার করতে হবে, না হলে এর সংখ্যা অনেক বেড়ে যাবে।


আরও দেখুন: