ওমিক্রনের বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকার বুস্টার কার্যকর দাবি
ফাইজার-বায়োএনটেক ও মডার্না তাদের টিকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা গড়ে তোলে বলে দাবি করেছিল।
করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে অ্যাস্ট্রাজেনেকার টিকার বুস্টার ডোজ কার্যকর বলে স্বতন্ত্র এক গবেষণায় দাবি করা হয়েছে।
নিউ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা মানবদেহে ওমিক্রনের বিরুদ্ধে অ্যান্টিবডি বাড়ায়।
গবেষণার বরাত দিয়ে আলজাজিরা বলছে, অ্যাস্ট্রোজেনেকার দুটি ডোজ গ্রহণ করার পর ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যেরূপ সুরক্ষা দিত, তৃতীয় ডোজ নিলে ওমিক্রনের বিরুদ্ধেও একই সুরক্ষা দিচ্ছে।
বুস্টার ডোজ গ্রহণকারীদের অ্যান্টিবডির মাত্রা পূর্বে কোভিড-১৯ এ আক্রান্ত ও স্বাভাবিকভাবেই সেরে ওঠা ব্যক্তিদের তুলনায় বেশি থাকে বলে জানিয়েছে কোম্পানিটি।
এর আগে ফাইজার-বায়োএনটেক ও মডার্না তাদের টিকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা গড়ে তোলে বলে দাবি করেছিল।
অবশ্য পৃথক গবেষণায় দেখা যায়, বর্তমানে হাতে থাকা টিকাগুলো ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তেমন কাজ করছে না।
অন্যদিকে আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ওমিক্রন কতটা শক্তিশালী বা দুর্বল কিংবা এর বিরুদ্ধে টিকা কার্যকর কিনা তা নিয়ে এখনই সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচ)।
সবার টিকা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাটি।