মেছতা কেন হয়, সারাতে কী করবেন?

অধ্যাপক ডা. জিনান মেহরাজ
2021-12-06 19:35:03
মেছতা কেন হয়, সারাতে কী করবেন?

অনেক ক্ষেত্রে পুরুষদেরও মেছতা হয়। তবে ত্বকের মানের ওপর এটি নির্ভর করে।

মেছতা বা মেলাসমা নারীদের বেশি হয়। অনেকের মুখের খুব গুরুত্বপূর্ণ অংশ নাকের দুই পাশের জায়গাটি কালো হয়ে যায়। এতে মুখের মূল সৌন্দর্য বিনষ্ট হয়। কালো দাগটিকে মেছতা বলা হয়।

অনেক ক্ষেত্রে পুরুষদেরও মেছতা হয়। তবে ত্বকের মানের ওপর এটি নির্ভর করে। কারও ত্বক সূর্যের আলো শোষণ করতে না পারলে কিছু নির্দিষ্ট অংশে কালো দাগ দেখা দেয়।

নারীরা যখন প্রেগন্যান্ট হন, প্রেগন্যান্সির সময় যে হরমনগুলো বাড়ে সেগুলো থেকে মুখে দাগ পড়ে। আপনি যদি রোদে যান বেশি, সেখান থেকেও হতে পারে।

এছাড়াও যারা জন্মনিয়ন্ত্রণ বড়ি বা ইনজেকশন নেন, কিংবা ইমপ্লান্ট নেন, তাদের মুখে মেছতা পড়তে পারে।

মেছতা সারাতে প্রথমত আপনাকে এগুলো বন্ধ করতে হবে। দ্বিতীয়ত সানস্ক্রিন নিতে হবে। তৃতীয় হলো- মেছতা সারানোর ওষুধ ব্যবহার করতে হবে।

বেশিরভাগ ওষুধগুলো রাতে লাগাতে বলি। মেছতার ওপরে যদি ওষুধ লাগান, তাহলে এ জায়গাটা আলাদা দেখা যাবে। মনে হবে এ জায়গাটা আলাদা। যেটা করতে হবে, রাতে মুখে সমানভাবে সবখানে লাগাতে হবে। কিছু ওষুধ খেতে হয়, সেগুলো খাবেন।

অধ্যাপক ডা. জিনান মেহরাজ

চর্ম রোগ বিশেষেজ্ঞ

ইউনাইটেড হাসপাতাল, ঢাকা


আরও দেখুন: