ডায়াবেটিস জটিল করে নিউরোপ্যাথি, করণীয়

ডা. শেখ মাহবুব আলম
2021-11-17 16:49:00
ডায়াবেটিস জটিল করে নিউরোপ্যাথি, করণীয়

চিকিৎসকের পরামর্শ গ্রহণের সাথে ওজন কমানো, কম ক্যালোরি খাওয়া, শারীরিক কার্যকলাপ বৃদ্ধি করতে হবে

ডায়াবেটিসে আক্রান্তের প্রায় অর্ধেক টাইপ-২। টাইপ-২ ডায়াবেটিস রোগীদের নিউরোপ্যাথি তথা পেরিফেরাল স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। আর এটিকে ডায়াবেটিসের সবচেয়ে জটিলতার একটি।

অবশ্য নিউরোপ্যাথির প্রথম দিকে উপসর্গ প্রকাশ নাও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হাত-পা ঝিনঝিন করতে পারে অথবা অসাড় হতে পারে। পরবর্তীতে হাত-পা দুর্বল বা অবশ হতে পারে। পায়ে ক্ষত দেখা দিতে পারে।

দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে। এক পর্যায়ে চল্লিশোর্ধ্ব তিনজন ডায়াবেটিস রোগীর মধ্যে একজনের রেটিনোপ্যাথি দেখা দেয়। এতে চোখের পেছনের আলোক সংবেদনশীল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়।

অটোনোমাস নিউরোপ্যাথি হতে পারে, যার ফলে হজমে সমস্যা, রক্তচাপ কমা, অসংযম হওয়া, অতিরিক্ত ঘাম হতে পারে এবং ব্যথার উপলব্ধি হ্রাস পেতে পারে।

যেকোনো নিউরোপ্যাথি হতে পারে। এর ফলে রোগীর উরুর ব্যথা, পিঠের নিচে প্রচণ্ড ব্যথা, বুকের ব্যথা, যা হার্ট অ্যাটাকের লক্ষণও হতে পারে। শুনতে সমস্যা হতে পারে। এমনকি ডায়াবেটিসের ফলে ব্রেন স্ট্রোকও হতে পারে। হঠাৎ সুগার খুব বেশি বেড়ে গেলে অথবা বেশি কমে গেলে অজ্ঞান, খিঁচুনি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

এসব জটিলতা রোধে চিকিৎসকের পরামর্শ গ্রহণের সাথে সাথে ওজন কমানো, কম ক্যালোরি খাওয়া, শারীরিক কার্যকলাপ বৃদ্ধি করতে হবে।

লেখক: ডা. শেখ মাহবুব আলম
সহযোগী অধ্যাপক, নিউরোলজি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল

(বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ১৪ নভেম্বর বিএসএমএমইউর অ্যান্ডোক্রাইনোলজি (ডায়বেটিস অ্যান্ড হরমোন) বিভাগের সেমিনারে ডা. শেখ মাহবুব আলম উপস্থাপিত ‘স্নায়ুবিক জটিলতা নির্ণয় ও চিকিৎসা’ শীর্ষক প্রবন্ধের অংশ বিশেষ)


আরও দেখুন: